দুঃখিত বাবর। ফাইল ছবি
জিম্বাবোয়ের মতো দলের বিরুদ্ধে কী করে ৯৯ রানে শেষ হয়ে গেল তাঁদের ইনিংস, বুঝে উঠতে পারছেন না বাবর আজম। কার্যত ক্ষমা চেয়ে নিলেন তিনি।
শুক্রবারের ম্যাচের পরে পাকিস্তান অধিনায়ক বলেন, ‘‘আমাদের খেলা সত্যিই যন্ত্রণাদায়ক। দক্ষিণ আফ্রিকায় আমরা ২০০ রান তাড়া করে জিতেছি। এখানেও আমাদের সহজেই জেতা উচিত ছিল। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, আমরা খুব খারাপ খেলেছি। আমাদের মিডল অর্ডার বারবার ব্যর্থ হচ্ছে। শুক্রবার অবশ্য শুধু মিডল অর্ডার নয়, আমাদের শুরু থেকে শেষ পর্যন্ত পুরো ব্যাটিংই ব্যর্থ হল। এটা দলগত ব্যর্থতা।’’
জিম্বাবোয়ের বিরুদ্ধে ১৬টি টি-টোয়েন্টি ম্যাচ খেলার পর এই প্রথম হারতে হল পাকিস্তানকে। জিম্বাবোয়ের ৯ উইকেটে ১১৮ রানের জবাবে পাকিস্তানের ইনিংস শেষ হয়ে যায় মাত্র ৯৯ রানে। বাবর আজমই কিছউটা ভাল খেলেন। তিনি ৪৫ বলে ৪১ রান করেন।