পিচ নিয়ে খুশি নন স্টোকস। —ফাইল চিত্র
চেন্নাইয়ের পিচে টেস্ট ম্যাচ হারের দুঃখ এখনও বোধ হয় ভুলতে পারছেন না বেন স্টোকস। আইপিএল-এ এই পিচে দেড়শ করতেই ব্যাটসম্যানদের বেশ কষ্ট করতে হচ্ছে। মুম্বই ইন্ডিয়ান্সের মতো দলে একাধিক টি২০ ব্যাটসম্যান, তা সত্ত্বেও মাত্র ১৩১ রানেই শেষ হয়ে গেল তাদের ইনিংস।
স্টোকস টুইট করে লেখেন, ‘আইপিএল চলতে চলতে পিচ যেন আরও খারাপ না হয়ে যায়। ১৬০/১৭০ রানও উঠছে না, ১৩০/১৪০ রানে থামতে হচ্ছে মানে এটা পিচ নয় আস্তাকুড়’। চেন্নাইয়ের পিচে প্রথম দিকে ১৬০, ১৮৭ রান উঠলেও যত সময় গিয়েছে, তত রান কমেছে এই পিচে। শেষ ৩ ম্যাচে যথাক্রমে রান উঠেছে ১৩৮, ১২১ এবং ১৩২ রান।
শেষ কিছু ম্যাচে দেখা যাচ্ছে বল খুব ধীরে ব্যাটসম্যানের কাছে আসছে। যার ফলে বড় রানের জন্য স্ট্রোক খেলতে বেশ অসুবিধা হচ্ছে ব্যাটসম্যানদের। শুধু স্টোকস নন, চেন্নাইয়ের পিচ নিয়ে খুশি হতে পারেননি ডেভিড ওয়ার্নারও। তিনি এই পিচকে ‘আতঙ্কের’ তকমা দিয়েছিলেন।