Paris Olympics 2024

অলিম্পিক্সের ফুটবলেও আর্জেন্টিনা-ফ্রান্স, শুক্র রাতে কোয়ার্টার ফাইনালে মুখোমুখি দু’দল

গত ফুটবল বিশ্বকাপের ফাইনালে ফ্রান্সকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল আর্জেন্টিনা। প্যারিস অলিম্পিক্সে কোয়ার্টার ফাইনালেই মুখোমুখি দুই দল।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ৩১ জুলাই ২০২৪ ২০:২১
Share:

দল কোয়ার্টার ফাইনালে ওঠায় উল্লাস আর্জেন্টিনার সমর্থকদের। ছবি: রয়টার্স।

নেই লিয়োনেল মেসি। নেই কিলিয়ান এমবাপে। তার পরেও ফুটবলে আর্জেন্টিনা-ফ্রান্স মুখোমুখি মানেই গোটা বিশ্বের নজর সে দিকে। গত ফুটবল বিশ্বকাপের ফাইনালে ফ্রান্সকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল আর্জেন্টিনা। প্যারিস অলিম্পিক্সে কোয়ার্টার ফাইনালেই মুখোমুখি দুই দল।

Advertisement

গ্রুপ এ-র শেষ ম্যাচে নিউ জ়িল্যান্ডকে ৩-০ গোলে হারিয়ে শীর্ষে শেষ করেছে ফ্রান্স। অন্য দিকে গ্রুপ বি-তে প্রথম ম্যাচে মরক্কোর কাছে হারায় দ্বিতীয় স্থানে শেষ করেছে আর্জেন্টিনা। সেই কারণে কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হবে দু’দল। আর্জেন্টিনা গ্রুপ চ্যাম্পিয়ন হলে অবশ্য কোয়ার্টার ফাইনালে দু’দলের দেখা হত না।

লড়াই দু’দলের দুই কোচেরও। আর্জেন্টিনার কোচ মেসির প্রাক্তন সতীর্থ হাভিয়ের মাসচেরানো। ফ্রান্সের দায়িত্বে রয়েছেন থিয়েরি অঁরি। খেলোয়াড় হিসাবে এই দুই ফুটবলার একে অপরের বিরুদ্ধে খেলেছেন। এ বার কোচ হিসাবেও তাঁদের লড়াই।

Advertisement

শুক্রবার ভারতীয় সময় রাত সাড়ে ১২টায় আর্জেন্টিনা ও ফ্রান্স মুখোমুখি। বাকি তিনটি কোয়ার্টার ফাইনালে খেলবে মরক্কো বনাম আমেরিকা, জাপান বনাম স্পেন ও মিশর বনাম প্যারাগুয়ে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement