সিরিজ জয় নিউজিল্যান্ডের। ছবি: সোশ্যাল মিডিয়া
এক ম্যাচ বাকি থাকতেই পাকিস্তানের বিরুদ্ধে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ জিতে নিল নিউজিল্যান্ড। রবিবার তারা দ্বিতীয় ম্যাচে ৪ বল বাকি থাকতে জিতল ৯ উইকেটে। জয়ের নায়ক টিম সাউদি, টিম সেইফার্ট।
পাকিস্তান টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয়। ২০ ওভারে তারা ৬ উইকেটে ১৬৩ রানের বেশি করতে পারেনি। জবাবে ১ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায় কিউইরা।
পাকিস্তানের হয়ে মহম্মদ হাফিজ ছাড়া আর কেউ ভাল রান পাননি। হাফিজ মাত্র ১ রানের জন্য শতরান থেকে বঞ্চিত হন। তাঁর ৫৭ বলে ৯৯ রানের ইনিংসে ১০টি চার, ৫টি ছক্কা।এরপরের সর্বোচ্চ রান মহম্মদ রিজওয়ানের। তিনি ২২ রান করেন। হায়দার আলি (৮), আব্দুল্লা শফিক (০), শাদাব খান (৪) রান পাননি। নিউজিল্যান্ডের বোলারদের মধ্যে সাউদি একাই ৪ উইকেট নেন। এছাড়া জেমস নিশাম ও ইশ সোধি ১টি করে উইকেট নেন।
আরও পড়ুন: ছুটি কাটাতে সতীর্থদের সঙ্গে রেস্তোরাঁয় স্টিভ স্মিথ
নিউজিল্যান্ড ৩৫ রানের মধ্যে মার্টিন গাপটিলের (২১) উইকেট হারালেও তাদের জিততে অসুবিধে হয়নি। টিম সেইফার্ট (৮৪) ও কেন উইলিয়ামসন (৫৭) অপরাজিত থেকে দলকে জেতান।