নোভাক জোকোভিচ। — ফাইল চিত্র।
কিছু দিন আগেই উইম্বলডন ফাইনালে কঠিন লড়াইয়ে হেরেছেন কার্লোস আলকারাজ়ের কাছে। পরের মাসের শেষের দিকে শুরু হবে ইউএস ওপেন। সেই প্রতিযোগিতাতেও নিজেকে তৈরি রাখতে হবে। তাই বাড়তি বিশ্রাম নিতে টরন্টো ওপেন থেকে নাম তুলে নিলেন নোভাক জোকোভিচ। ক্লান্তিকেই প্রাথমিক কারণ হিসাবে দেখিয়েছেন তিনি। সার্বিয়ার খেলোয়াড় নিজেই এই ঘোষণা করেছেন। প্রতিযোগিতার আয়োজকদের কাছে এটি ধাক্কা তা নিয়ে সন্দেহ নেই। তবে ইউএস ওপেনে পুরো ফর্মে জোকোভিচকে পাওয়া যাবে কি না, তা নিয়ে এখন থেকেই জল্পনা তৈরি হয়েছে।
জোকোভিচ বলেছেন, “কানাডায় বরাবর সময়টা উপভোগ করেছি। তবে এ বারের প্রতিযোগিতার আগে নিজের চিকিৎসক দলের সঙ্গে কথা বলে ঠিক করেছি যে না খেলাটাই সবচেয়ে ভাল সিদ্ধান্ত। আমার সিদ্ধান্তের গুরুত্ব বোঝার জন্যে প্রতিযোগিতার ডিরেক্টর কার্ল হেলকে ধন্যবাদ। আশা করি আগামী বছরগুলিতে আবার কানাডা এবং টরন্টোতে এসে দারুণ সব সমর্থকদের সামনে খেলতে পারব।”
মুখে না বললেও জোকোভিচ জানিয়েছেন, ক্লান্তির কারণেই এই সিদ্ধান্ত। ৩৬ বছরের খেলোয়াড়কে উইম্বলডন ফাইনালে প্রায় পাঁচ ঘণ্টার কাছাকাছি লড়তে হয়েছে। তার আগেও দু’টি ম্যাচ গড়িয়েছে চার সেটে। এ কারণেই নিজেকে সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন জোকোভিচ। তা ছাড়া, ইউএস ওপেনে তিনি ট্রফি জেতার জন্যে মরিয়া। তার আগে নিজেকে মানসিক এবং শারীরিক ভাবে সুস্থ রাখতে চান। অতিরিক্ত পরিশ্রম করে বাড়তি চাপে ফেলতে চান না।