Kylian Mbappe

২৭১৬ কোটি টাকার প্রস্তাব! এমবাপেকে নেওয়ার জন্যে সব নজির ভাঙতে চায় আল হিলাল

কিলিয়ান এমবাপেকে দলে নিতে মরিয়া হয়ে ঝাঁপাল সৌদি আরবের ক্লাব আল হিলাল। ফ্রান্সের বিশ্বকাপজয়ী ফুটবলারকে পেতে ৩৩.২ কোটি ডলারের প্রস্তাব দিয়েছে তারা।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ২৪ জুলাই ২০২৩ ১৯:২৩
Share:

কিলিয়ান এমবাপে। — ফাইল চিত্র।

লিয়োনেল মেসিকে চেষ্টা করেও তারা পায়নি। এ বার কিলিয়ান এমবাপেকে দলে নিতে মরিয়া হয়ে ঝাঁপাল সৌদি আরবের ক্লাব আল হিলাল। ফ্রান্সের বিশ্বকাপজয়ী ফুটবলারকে পেতে ৩৩.২ কোটি ডলারের (২৭১৬ কোটি টাকা) প্রস্তাব দিয়েছে তারা। যদি সত্যিই এমবাপে এই প্রস্তাবে রাজি হন, তা হলে বিশ্বের সবচেয়ে দামি ট্রান্সফার হতে চলেছে এটি।

Advertisement

২০১৭ সালে বার্সেলোনা থেকে নেমারকে কিনতে ২৬.২ কোটি ডলার (২১৪৩ কোটি) খরচ করেছিল পিএসজি। সেই অর্থকে ছাপিয়ে অনেকটা এগিয়ে যাবেন এমবাপে। বিশ্বের সবচেয়ে দামী ফুটবলারও হয়ে যাবেন তিনি। শুধু তাই নয়, বিশ্বের সেরা ফুটবলারকে তুলে নিলে এক ধাপে অনেকটাই উঁচুতে উঠে যাবে সৌদি আরবের লিগ।

প্যারিস সঁ জরমঁ জানিয়েছে, এমবাপের সঙ্গে আলোচনা চালাতে পারে আল হিলাল। সেই অনুমতি দেওয়া হয়েছে ফরাসি ক্লাবের তরফে। তবে বিদেশি সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, আল হিলালের প্রস্তাবে এখনও সাড়া দেননি এমবাপে। তিনি ইউরোপেই থাকতে চান বলে খবর। সে ক্ষেত্রে এমবাপেকে নেওয়ার দৌড়ে এগিয়ে রয়েছে রিয়াল মাদ্রিদ।

Advertisement

পিএসজি-র হয়ে আর চুক্তি বাড়াতে চান না এমবাপে। পরের বছর তাঁর চুক্তি শেষ হচ্ছে। কিন্তু পিএসজি চায় এমবাপে তার আগেই চুক্তি বাড়িয়ে নিন। কারণ বিনামূল্যে এমবাপেকে ছাড়তে নারাজ তারা। সৌদির ক্লাবটি এমবাপেকে কিনলে পিএসজি-রও অনেক লাভ হবে। তারা সেই সুযোগ হারাতে চায় না।

বছরের শুরুতে প্রথম সৌদি আরবের ক্লাবে যোগ দিয়েছিলেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। এ বছর সৌদির লিগে যাওয়ার জন্যে সবাই উঠে পড়ে লেগেছেন। এখনও পর্যন্ত করিম বেঞ্জেমা, এনগোলো কান্টে, রবার্তো ফিরমিনো যোগ দিয়েছেন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement