Novak Djokovic

Novak Djokovic: শারীরিক দুর্বলতার জন্যই সার্বিয়া ওপেনের ফাইনালে হার, মনে করছেন জোকোভিচ

চলতি বছরে ট্রফিহীন জোকোভিচের লক্ষ্য ফ্রেঞ্চ ওপেন। বলেছেন, ‘‘আমি ইতিবাচক থাকতে চাইছি। এক সেট পিছিয়ে থেকেও এই মরসুমে তিনটি ম্যাচ জিতেছি।’’

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ২৬ এপ্রিল ২০২২ ১৮:৪১
Share:

নোভাক জোকোভিচ। ফাইল ছবি।

সার্বিয়া ওপেনের ফাইনালে অপ্রত্যাশিত ভাবে হারতে হয়েছে। ঘরের কোর্টে কেন ব্যর্থ হলেন নিজেই জানিয়েছেন বিশ্বের এক নম্বর টেনিস খেলোয়াড় নোভাক জোকোভিচ।

আন্দ্রে রুবলভের কাছে সার্বিয়া ওপেনে হারের পর জোকোভিচের লক্ষ্য এখন ফ্রেঞ্চ ওপেন। সার্বিয়া ওপেনের ফাইনালের তৃতীয় সেটে ০-৬ ব্যবধানে হেরেছেন জোকেভিচ। এমন ফল সচরাচর দেখা যায় না। জোকোভিচ স্বীকার করে নিয়েছেন ফাইনালের প্রথম দু’সেটের পর তিনি আর খেলার মতো শক্তি পাচ্ছিলেন না। জোকোভিচ বলেছেন, ‘‘দ্বিতীয় সেটে ৫-৪ গেমে এগিয়ে থাকার পর একটা লম্বা গেম হয়। কিন্তু ওই গেমটা শুরুর সময়ই ভাল অনুভব করছিলাম না। দুর্বল লাগছিল। গোটা তৃতীয় সেটে কোনও শক্তি পাচ্ছিলাম না। মন্টি কার্লোর মতো অভিজ্ঞতা আগে হয়নি। সে কারণেই মনে হচ্ছে অসুস্থতার প্রভাবেই ওই রকম হয়েছিল। পুরো বিষয়টা আমার কাছে শারীরিক ভাবে কঠিন হয়ে গিয়েছিল। সুস্থ হতে যতটা সময় লাগবে ভেবেছিলাম, তার থেকেও বেশিই সময় লেগেছে।’’

Advertisement

সার্বিয়ার আগে মন্টি কার্লো ওপেনেও দ্বিতীয় রাউন্ডে বিদায় নেন জোকোভিচ। পর পর ব্যর্থতা নিয়ে তিনি বলেছেন, ‘‘এটা কিছুটা উদ্বেগের। কয়েক সপ্তাহ আগে অসুস্থ হয়েছিলাম। এগুলো তারই প্রভাব বলে মনে হচ্ছে। আমি ইতিবাচক থাকতে চাইছি। এক সেট পিছিয়ে থেকেও এই মরসুমে তিনটি ম্যাচ জিতেছি।’’

ব্যর্থতা ভুলে ফ্রেঞ্চ ওপেনের জন্য প্রস্তুত হচ্ছেন জোকোভিচ। তা নিয়ে বলেছেন, ‘‘প্রস্তুতি চলছে। সব কিছুই ধীরে হলেও নিশ্চিত ভাবেই এগোচ্ছে। প্যারিস অবশ্যই একটা বড় লক্ষ্য।’’ টেনিস অনুশীলনের পাশাপাশি শারীরিক সক্ষমতা বৃদ্ধির জন্যও পরিশ্রম করছেন জোকোভিচ। উল্লেখ্য, চলতি বছরে এখনও ট্রফিহীন বিশ্বের এক নম্বর টেনিস খেলোয়াড়।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement