Novak Djokovic

Novak Djokovic: অস্ট্রেলিয়ান ওপেনে জোকোভিচ, এক নম্বর হিসেবেই খেলবেন বছরের প্রথম গ্র্যান্ড স্লাম

মহিলাদের ড্র সম্পূর্ণ হয়ে গিয়েছে। চতুর্থ রাউন্ডেই বিশ্বের ১ নম্বর অ্যাশ বার্টির সঙ্গে দেখা হতে পারে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন নাওমি ওসাকার।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ১৩ জানুয়ারি ২০২২ ১১:৪৪
Share:

জোকোভিচ খেলবেন অস্ট্রেলিয়ান ওপেনে ফাইল চিত্র

প্রতীক্ষার অবসান। অবশেষে বিশ্বের এক নম্বর পুরুষ টেনিস তারকা হিসেবে অস্ট্রেলিয়ান ওপেন খেলবেন সার্বিয়ার নোভাক জোকোভিচ। শেষ মুহুর্তে নাম অন্তর্ভুক্ত করা হয়েছে। তাঁর নাম অন্তর্ভুক্ত করার জন্য ড্র-এর সময় পিছিয়ে দেওয়া হয়।

Advertisement

প্রথমে অস্ট্রেলিয়ার স্থানীয় সময় দুপুর ৩টেয় ড্র হওয়ার কথা ছিল। কিন্তু জোকোভিচ খেলবেন কি না সেই বিষয়ে নিশ্চয়তা না থাকায় ড্র পিছিয়ে দেওয়া হয়। বলা হয়, অস্ট্রেলিয়ার স্থানীয় সময় বিকেল সওয়া ৪টেয় ড্র হবে। তার আগেই অবশ্য জানা যায় বিশ্বের ১ নম্বর পুরুষ তারকা খেলবেন। তাঁকে রেখেই শুরু হয় ড্র।

Advertisement

অস্ট্রেলিয়ান ওপেনের মহিলাদের ড্র সম্পূর্ণ হয়ে গিয়েছে। চতুর্থ রাউন্ডেই বিশ্বের ১ নম্বর মহিলা তারকা অ্যাশ বার্টির সঙ্গে দেখা হতে পারে গত বারের চ্যাম্পিয়ন নাওমি ওসাকার।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement