real madrid

Spanish Super Cup: অতিরিক্ত সময়ের গোলে বার্সাকে হারিয়ে স্প্যানিশ সুপার কাপের ফাইনালে রিয়াল মাদ্রিদ

ভালভার্দে ছাড়া রিয়ালের হয়ে গোল করেন ভিনিসিয়াস জুনিয়র ও করিম বে‌ঞ্জিমা। অন্য দিকে বার্সার হয়ে লুক দে জং ও আনসু ফাতি তেকাঠির ভিতরে বল রাখেন।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ১৩ জানুয়ারি ২০২২ ১১:০৪
Share:

গোল করছেন বেঞ্জিমা ছবি: এএফপি

সাম্প্রতিক সময়ে এল ক্লাসিকোতে নিজেদের দাপট বজায় রাখল রিয়াল মাদ্রিদ। শেষ পাঁচ বার দু’দলের সাক্ষাতে প্রত্যেক বার জিতেছে রিয়াল। সৌদি আরবের মাঠে স্প্যানিশ সুপার কাপের সেমিফাইনালেও সেই একই ছবি দেখা গেল। ৩-২ গোলে বার্সেলোনাকে হারাল রিয়াল। অতিরিক্ত সময়ে গোল করলেন ভালভার্দে।

Advertisement

ম্যাচ হারলেও আক্রমণাত্মক ফুটবল খেলালেন বার্সা কোচ জাভি। দলের বেশির ভাগ ফুটবলারের বয়স ২০-র আশপাশে। সেই তরুণরা মাদ্রিদের অভিজ্ঞ ফুটবলারদের সমানে টক্কর দিলেন। নির্ধারিত সময়ে ম্যাচ জিততে পারেনি রিয়াল। তার জন্য অতিরিক্ত সময় পর্যন্ত অপেক্ষা করতে হয়।

ভালভার্দে ছাড়া রিয়ালের হয়ে গোল করেন দুরন্ত ছন্দে থাকা ভিনিসিয়াস জুনিয়র ও করিম বে‌ঞ্জিমা। অন্য দিকে বার্সার হয়ে লুক দে জং ও আনসু ফাতি তেকাঠির ভিতরে বল রাখেন। পেড্রি, নিকো গঞ্জালেজ, আরাউজো, গ্যাভি, ফোরান টোরেসের মতো তরুণরা তাক লাগালেন বার্সার জার্সিতে।

Advertisement

লা লিগায় রিয়ালের থেকে ১৭ পয়েন্ট পিছনে বার্সা। এ বার সুপার কাপের ফাইনালেও উঠতে পারল না কাতালান ক্লাব। তবে দলের খেলায় খুশি কোচ। এই ফুটবলাররাই আগামী দিনে দলকে সাফল্য এনে দেবে বলে মনে করেন তিনি। বৃহস্পতিবার অন্য সেমিফাইনালে মুখোমুখি অ্যাটলেটিকো মাদ্রিদ ও অ্যাথলেটিক বিলবাও। সেই ম্যাচের জয়ী দল রবিবার খেলবে রিয়ালের বিরুদ্ধে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement