Mohammed Siraj

বাদ পড়ে কি এ বার রঞ্জিতে খেলবেন সিরাজও? উত্তর দিল হায়দরাবাদ ক্রিকেট সংস্থা

কোচ গৌতম গম্ভীরের নির্দেশের পর একের পর এক তারকা ক্রিকেটার রঞ্জি ট্রফিতে খেলার সিদ্ধান্ত নিয়েছেন। সেই তালিকায় নতুন সংযোজন কি মহম্মদ সিরাজ? চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে বাদ পড়া ক্রিকেটারকে নিয়ে জল্পনা তৈরি হয়েছে।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ১৯ জানুয়ারি ২০২৫ ১৯:০৩
Share:

মহম্মদ সিরাজ। — ফাইল চিত্র।

কোচ গৌতম গম্ভীরের নির্দেশের পর একের পর এক তারকা ক্রিকেটার রঞ্জি ট্রফিতে খেলার সিদ্ধান্ত নিয়েছেন। রোহিত শর্মা, যশস্বী জয়সওয়াল, ঋষভ পন্থ, রবীন্দ্র জাডেজারা রঞ্জিতে খেলবেন। সেই তালিকায় নতুন সংযোজন কি মহম্মদ সিরাজ? চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে বাদ পড়া ক্রিকেটারকে নিয়ে জল্পনা তৈরি হয়েছে।

Advertisement

রঞ্জির দ্বিতীয় পর্বে হায়দরাবাদ খেলবে হিমাচল প্রদেশের বিরুদ্ধে। তবে সিরাজ সেই ম্যাচে খেলবেন কি না তা এখনও জানা যায়নি। রবিবার হায়দরাবাদ ক্রিকেট দলের এক কর্তা বলেছেন, “আমরা সিরাজের থেকে কোনও বার্তা এখনও পাইনি। হায়দরাবাদ ক্রিকেট সংস্থাও এ ব্যাপারে আমাদের কিছু জানায়নি।” পরে অবশ্য আর এক কর্তা বলেন, “ওয়ার্কলোড ম্যানেজমেন্টের জন্য প্রথম ম্যাচ খেলবে না। বিদর্ভের বিরুদ্ধে পরের ম্যাচে পাওয়া যেতে পারে সিরাজকে।”

গত কয়েক বছরে ভারতের হয়ে বুমরাহ ও শামির পাশাপাশি ধারাবাহিক ভাবে খেলেছেন সিরাজ। ভারতের হয়ে এক দিনের বিশ্বকাপেও খেলেছেন তিনি। কিন্তু চ্যাম্পিয়ন্স ট্রফির দলে তিনি নেই। কেন? অধিনায়ক রোহিত শর্মার মতে, বুমরাহকে নিয়ে সংশয় থাকাতেই সিরাজের বদলে আরশদীপ সিংহকে নিতে হয়েছে। কারণ, তাঁরা এমন বোলার চাইছেন যিনি নতুন ও পুরনো বলে সমান দক্ষ।

Advertisement

শনিবার রোহিত বলেছিলেন, “একমাত্র সিরাজই দলে নেই। আমরা এই বিষয়ে অনেক আলোচনা করেছি। সিরাজকে যদি না নতুন বল দিতে পারি তা হলে কী লাভ? সেখানেই ও পিছিয়ে পড়েছে। আমরা তিন জন পেসারই নিতে পারতাম। তাই সিরাজকে বাদ দিতে হয়েছে। এটা দুর্ভাগ্যজনক। কিন্তু দলের ভারসাম্যের জন্য করতে হয়েছে। আমরা এমন তিন জন পেসার নিয়েছি যারা নতুন ও পুরনো বলে সমান দক্ষ। দলের ভারসাম্য রাখতে গিয়ে কেউ কেউ বাদ যেতেই পারে। সকলকে তো খুশি করা যায় না। আমাদের সেরা দল বাছতে হবে। সেটাই করেছি।”

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement