(বাঁ দিকে) নোভাক জোকোভিচ। কার্লোস আলকারাজ় (ডান দিকে)। —ফাইল চিত্র।
অস্ট্রেলিয়ান ওপেনের কোয়ার্টার ফাইনালে মুখোমুখি দুই তারকা টেনিস খেলোয়াড়। এক জন ২৪টি গ্র্যান্ড স্ল্যামের মালিক। অন্য জন জিতেছেন চারটি। নোভাক জোকোভিচ এবং কার্লোস আলকারাজ়। তাঁদের বয়সের পার্থক্য ১৬ বছরের। কিন্তু এই মুহূর্তে টেনিস জগতের সবচেয়ে আলোচ্য দুই নাম মুখোমুখি হবেন অস্ট্রেলিয়ান ওপেনের কোয়ার্টার ফাইনালে।
জোকোভিচ রবিবার স্ট্রেট সেটে জিতলেন চেকিয়ার এক নম্বর টেনিস খেলোয়াড় জিরি লেহেচকার বিরুদ্ধে। ম্যাচের ফল ৬-৩, ৬-৪, ৭-৬ (৭-৪)। প্রথম দু’টি সেট সহজে জিতলেও তৃতীয় সেটটি জিততে টাইব্রেকারে যেতে হয় জোকোভিচকে। নিজের সার্ভিস ধরে রাখছিলেন তিনি এবং লেহেচকা। শেষ পর্যন্ত টাইব্রেকারে গিয়ে ম্যাচ জেতেন জোকোভিচ।
জোকোভিচ দু’ঘণ্টা ৩৯ মিনিটের লড়াই শেষে জিতে ছুঁয়ে ফেললেন রজার ফেডেরারকে। তাঁরা দু’জনেই ১৫ বার করে হার্ডকোর্টের গ্র্যান্ড স্ল্যামে কোয়ার্টার ফাইনালে উঠলেন।
অন্য ম্যাচে ওয়াকওভার পান আলকারাজ়। জ্যাক ড্রেপার দু’টি সেটের পর ম্যাচ ছেড়ে দেন। যে কারণে কোয়ার্টার ফাইনালে উঠতে অসুবিধা হয়নি আলকারাজ়ের। ম্যাচ শেষ হওয়ার সময় তিনি এগিয়ে ছিলেন ৭-৫, ৬-১ গেমে।
মঙ্গলবার মুখোমুখি হবেন জোকোভিচ এবং আলকারাজ়। এর আগে তাঁরা সাত বার একে অপরের বিরুদ্ধে খেলেছেন। চার বার জিতেছেন জোকোভিচ। তিন বার জিতেছেন আলকারাজ়। তবে গত সাত বারেই তাঁরা সেমিফাইনাল বা ফাইনালে মুখোমুখি হয়েছেন। এই প্রথম বার কোয়ার্টার ফাইনালেই একে অপরের বিরুদ্ধে খেলতে নামবেন তাঁরা।
গত বছর উইম্বলডনের ফাইনালে জোকোভিচকে হারিয়ে দিয়েছিলেন আলকারাজ়। প্যারিস অলিম্পিক্সের ফাইনালে বদলা নেন জোকোভিচ। তিনি গত বছর কোনও গ্র্যান্ড স্ল্যাম জিততে পারেননি। শুধু প্যারিস অলিম্পিক্সে সোনা জিতেছিলেন। সেটা আলকারাজ়কে হারিয়েই জিতেছিলেন।