জোড়া-ফলা: রোনাল্ডো, দিবালার দিকেই তাকিেয় জুভেন্তাস। এএফপি
রেফারিকে অপমান করার অপরাধে চ্যাম্পিয়ন্স লিগ থেকে নির্বাসিত হলেও নেমার দা সিলভা স্যান্টোস জুনিয়রের শাস্তির মেয়াদ তিন ম্যাচ থেকে কমিয়ে করা হল দু’ম্যাচ। এ’বারের চ্যাম্পিয়ন্স লিগে প্যারিস সাঁ জারমাঁর (পিএসজি) প্রথম দু’টি ম্যাচে তিনি খেলতে পারবেন না। ২২ অক্টোবর বেলজিয়ামের ক্লাব ব্রুজার বিরুদ্ধে তাঁর খেলার কথা।
জ়িনেদিন জ়িদানের রিয়াল মাদ্রিদের বিরুদ্ধে প্যারিসে বুধবার ভারতীয় সময় রাত সাড়ে বারোটায় মুখোমুখি হচ্ছে পিএসজি। ফ্রান্সের লিগ চ্যাম্পিয়ন ক্লাবের কাছে নেমারকে না পাওয়া নিয়ে নতুন কোনও আফসোস নেই। কিন্তু তাদের ম্যানেজার থোমাস টুহেলের সমস্যা তীব্র হয়েছে কিলিয়ান এমবাপে চোটের জন্য খেলতে পারবেন না বলে। তাঁর হ্যামস্ট্রিংয়ে চোট। পিএসজি-র সমস্যা এখানেই শেষ হচ্ছে না, কারণ এদিনসন কাভানিও সুস্থ নন। রিয়ালের বিরুদ্ধে তাঁরও কার্যত খেলার সম্ভাবনা নেই।
হতাশ এমবাপে সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, ‘‘এটা নিশ্চিত যে রিয়াল মাদ্রিদের বিরুদ্ধে আমাদের ইউরোপ-অভিযানের প্রথম ম্যাচটাই খেলতে পারব না। মনটা খারাপ। তবে অন্য সব রকম ভাবে ক্লাবের পাশে থাকার চেষ্টা করব। গ্যালারি থেকেই ফুটবলারদের উৎসাহ দেব। সে’দিনের অপেক্ষায় আছি যে’দিন একশো ভাগ সুস্থ হয়ে মাঠে ফিরে পিএসজি-র জন্য নিজেকে উজাড় করে দিতে পারব।’’
রিয়ালও খুব একটা স্বস্তিতে আছে এমন নয়। তাদেরও চোট আঘাতজনিত সমস্যা বিস্তর। কাঁধে মারাত্মক ব্যথা শুরু হওয়ায় ছিটকে গিয়েছেন মার্সেলো। লেভন্তের বিরুদ্ধে খেলায় লাফিয়ে হেড দিতে গিয়ে মাটিতে পড়ে ব্রাজিলীয় ডিফেন্ডারের সমস্যা তীব্র হয়েছে। শুধু মার্সেলো নন। বুধবার জ়িদান পাচ্ছেন না ইস্কো, ফেডে ভালভার্দে, লুকা মদ্রিচ ও মার্কো আসেনসিয়োকেও। সুস্থ নন কেউই। পরিস্থিতি জটিল হয়েছে অধিনায়ক সের্খিয়ো র্যামোস ও নাচো নির্বাসনে থাকায়। স্পেনের ফুটবল মহল উন্মুখ শেষ পর্যন্ত কাদের জ়িদান পিএসজি-র বিরুদ্ধে নামান দেখতে।
পরিস্থিতি যা তাতে জ়িদান সম্ভবত গ্যারেথ বেলকে তাঁর প্রথম দলে রাখতে বাধ্য হবেন। অথচ কয়েক দিন আগে এই বেল বলেছিলেন যে, জ়িদান তাঁকে বারবার ‘বলির পাঁঠা’ করেছেন। এবং জ়িদান তা অস্বীকার করেছেন। রিয়ালের ম্যানেজার বলেছেন, ‘‘এ সব নিয়ে আপাতত কথা বলার মানে হয় না। যারা আছে তাদের নিয়ে প্যারিসে খেলতে হবে। শুধু একটাই প্রার্ধনা, আর নতুন কেউ যেন চোট না পায়।’’ সঙ্গে যোগ করেন, ‘‘এখনই অ্যাজ়ারের (এডেন) কাছে বিরাট কিছু প্রত্যাশা করছি না। সবে চোট সারিয়ে উঠেছে। সাত দিনও অনুশীলন করেনি। তবে খুশি বেঞ্জেমা (করিম) গোল পাওয়ায়। প্যারিসেও ও ভাল খেলবে।’’
পরীক্ষা শুরু রোনাল্ডোর: গঞ্জালো ইগুয়াইন বললেন, ‘‘আবার রোনাল্ডোর পাশে খেলছি। এ বার যেন ওকে আরও শক্তিশালী মনে হচ্ছে। অবাক হব না এ বার আমরা ইউরোপ সেরা হলে। রোনাল্ডোর ফর্ম দেখে সে রকমই মনে হচ্ছে।’’ চ্যাম্পিয়ন্স লিগে বুধবার ভারতীয় সময় রাত সাড়ে বারোটায় শুরু হচ্ছে জুভেন্তাস বনাম আতলেতিকো দে মাদ্রিদের লড়াইও। পিএসজি, রিয়ালের মতোই দু’দলই চোট-আঘাতের সমস্যায় জর্জরিত। আতলেতিকোর বিরুদ্ধেই গত বার প্রথম লেগে ০-২ হেরেছিল জুভেন্তাস। ফিরতি ম্যাচে অবশ্য দুরন্ত রোনাল্ডোর সৌজন্যে বদলা নেয় ইটালির ক্লাব। কিন্তু নতুন ম্যানেজার মাউরিসিয়ো সাররির মন্তব্য, ‘‘কাজটা সহজ নয়। তার উপরে প্রথম ম্যাচটাই আমাদের স্পেনে খেলতে হচ্ছে। তবে আমাদের অনেক দূর যেতে হবে এবং লক্ষ্য থাকবে সব ম্যাচ জেতা।’’
সাবধানী পেপ: ইপিএলে নরউইচ সিটির কাছে হারের ধাক্কা সামলে বুধবার চ্যাম্পিয়ন্স লিগে অভিয়ান শুরু করছে পেপ গুয়ার্দিওলার ম্যাঞ্চেস্টার সিটি। প্রতিপক্ষ শাখতার দনেস্ককে। পেপ বলেছেন, ‘‘নরইউচ ম্যাচ থেকে শিক্ষা নিতে হবে। কোনও দলকেই হেলাফেলা করা উচিত নয়। আশা করি ইউক্রেনে ছেলেরা নতুন কিছু করবে।’’
আজ চ্যাম্পিয়ন্স লিগে: পিএসজি বনাম রিয়াল মাদ্রিদ (রাত ১২.৩০, সোনি টেন ওয়ানে), আতলেতিকো দে মাদ্রিদ বনাম জুভেন্তাস (রাত ১২.৩০, সোনি টেন টু চ্যানেলে), শাখতার দনেস্ক বনাম ম্যান সিটি (রাত ১২.৩০, সোনি সিক্স চ্যানেলে)।