রোনাল্ডোর পাশে এ বার নেমারকে খেলানোর চেষ্টা

ঘরে ফিরতে চাইলেও নেমারকে বার্সা আর নেবে কি না তা লাখ টাকার প্রশ্ন। স্পেনের সংবাদমাধ্যম বলছে, মেসির ক্লাব ব্রাজিলীয় তারকার জন্য এখন এক ইউরোও খরচ করতে রাজি নয়।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ১৯ জুলাই ২০১৯ ০৫:৫৫
Share:

ফুরফুরে: স্ত্রী আন্তোনেল্লাকে নিয়ে অ্যান্টিগায় ছুটি কাটাচ্ছেন মেসি। টুইটার

লিয়োনেল মেসিকে বিশ্বের সর্বকালের সেরা ফুটবলার মনে করেন নেমার দা সিলভা স্যান্টোস জুনিয়র। সম্প্রতি জানিয়েছেন, বার্সেলোনায় থাকার সময় আর্জেন্টাইন তারকার সঙ্গে তাঁর যুগলবন্দির কথা ভেবে আজও আনন্দ পান। এমনকি এ-ও শোনা গিয়েছে যে, বর্তমান ক্লাব প্যারিস সাঁ জারমাঁর (পিএসজি) প্রেসিডেন্টকে তিনি বার্তা পাঠিয়েছেন, ‘‘আমি আর পিএসজি-তে খেলতে চাই না। নিজের ঘরে (বার্সায়) ফিরে যেতে চাই। সেই ঘরে, যা ছেড়ে এসে আমি ঠিক করিনি।’’

Advertisement

ঘরে ফিরতে চাইলেও নেমারকে বার্সা আর নেবে কি না তা লাখ টাকার প্রশ্ন। স্পেনের সংবাদমাধ্যম বলছে, মেসির ক্লাব ব্রাজিলীয় তারকার জন্য এখন এক ইউরোও খরচ করতে রাজি নয়। তার কারণ আঁতোয়া গ্রিজম্যানকে নিতে প্রচুর খরচ হয়েছে তাদের। একমাত্র ফিলিপে কুতিনহো বা ইভান রাকিতিচের বিনিময়ে তাঁরা নেমারকে নিতে পারেন। ব্রাজিলীয় তারকার সঙ্গে এই মুহূর্তে পিএসজি-র সম্পর্ক খুব খারাপ বলেই শোনা যাচ্ছে। এ বার ক্লাবের অনুশীলনে তিনি এসেছেন এক সপ্তাহ বাদে। যা নিয়ে পিএসজি-র স্পোর্টিং ডিরেক্টর পর্যন্ত মন্তব্য করেছেন, ‘‘কেউ সময়ে অনুশীলনে না এলে তার বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে। আর কেউ যদি ক্লাব ছেড়ে যেতে চায় তা হলে দরজা খোলা আছে।’’ স্পেনের কাগজগুলো অবশ্য লিখছে, পরিস্থিতি যা-ই হোক ভাল দাম না পেলে ফ্রান্সের ক্লাব নেমারকে ছাড়বে না। কুতিনহোদের বিনিময়ে তাঁকে নিতেও তারা রাজি নয় বলে খবর। এ দিকে, নেমার নিজে পিএসজি-র অস্বস্তি বাড়িয়ে মন্তব্য করেছেন, তাঁর বিরুদ্ধে আনা ফ্রান্সের ক্লাবের যাবতীয় অভিযোগ মিথ্যে। আগেই কথা ছিল, ব্রাজিলে রি-হ্যাব শেষ করেই তিনি প্যারিসে ফিরবেন। তার আগে নয়। নতুন করে তাঁর বিরুদ্ধে ক্লাব মুখ খোলায় তিনি বিস্ময় প্রকাশও করেন।

ঠিক এ রকম একটা সময় জানা যাচ্ছে, ব্রাজিলীয় তারকা নাকি হঠাৎই ঝুঁকেছেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর এখনকার ক্লাব জুভেন্তাসের দিকে। যারা রেকর্ড মূল্যে গত মরসুমে রিয়াল মাদ্রিদ থেকে কিনেছিল পর্তুগিজ তারকাকে। যাদের আসল স্বপ্ন বহু বছর পরে চ্যাম্পিয়ন্স লিগ জেতা। গত মরসুমে হয়নি। এ মরসুমে ইটালির ক্লাব কোমর বেঁধে নেমেছে। চেলসি থেকে মাউরিসিয়ো সার‌রিকে ম্যানেজার করে এনেছে। গত মরসুমে জুভেন্তাসের রক্ষণ নিয়ে সমস্যা ছিল। তাই প্রায় রোনাল্ডোর সমান মূল্য দিয়ে এই মুহূর্তে বিশ্বের অন্যতম সেরা ডাচ ডিফেন্ডার মাথিস ডে লিখটকে আনা হয়েছে। এবং এ বার নাকি নেমারকে নিয়েও তাই ভাবনা-চিন্তা শুরু হয়েছে। নেমারের বাবা জুভেন্তাসের স্পোর্টিং ডিরেক্টর ফাবিয়ো প্রাতিরচি সঙ্গে তুরিনে আলোচনায় বসবেন। বিপুল ঋণে ডুবে থাকা বার্সা নেমারের ব্যাপারে অনীহা দেখানোয় তাঁর বাবার জুভেন্তাসের সঙ্গে কথা বলতে উদ্যোগ নিয়েছেন বলে খবর। ব্রাজিলীয় তারকা অবশ্য এ সব নিয়ে মুখ খুলছেন না। সোশ্যাল নেটওয়ার্কেও শুধু ব্যক্তিগত-পারিবারিক ছবি পোস্ট করছেন। নিজের ছেলের ছবি দিয়ে যেমন লিখেছেন, ‘‘আমার সব চেয়ে কাছের বন্ধুর সঙ্গে দারুণ সময় কাটছে।’’

Advertisement

এ দিকে, স্পেনের একটি দৈনিকে আবার লেখা হয়েছে উসমান দেম্বেলের বার্সা থেকে বায়ার্ন মিউনিখের যাওয়ার সম্ভাবনা প্রবল। কারণ লেরয় সানে ইতিমধ্যেই জানিয়ে দিয়েছেন, তিনি ম্যাঞ্চেস্টার সিটি ছাড়বেন না। সানের জন্যও ঝাঁপিয়েছিল বায়ার্ন। জার্মানির ক্লাব সত্যিই দেম্বলেকে নিলে প্রচুর অর্থ পেতে পারে বার্সা। সেক্ষেত্রে তারা নেমারকে পিএসজি থেকে কেনার মতো টাকাও পেয়ে যেতে পারে বলে মনে করা হচ্ছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement