Cricket Australia

আইপিএল নিলামে অবিক্রিতের ঝোড়ো ইনিংসে দুরমুশ অস্ট্রেলিয়া

ঘরের মাঠে প্রথম টি-টোয়েন্টি ম্যাচে অস্ট্রেলিয়াকে ৫৩ রানে হারিয়ে দিল নিউজিল্যান্ড।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ২২ ফেব্রুয়ারি ২০২১ ১৭:৫৪
Share:

ডেভনের ইনিংস জেতাল নিউজিল্যান্ডকে। ছবি টুইটার

ঘরের মাঠে প্রথম টি-টোয়েন্টি ম্যাচে অস্ট্রেলিয়াকে ৫৩ রানে হারিয়ে দিল নিউজিল্যান্ড। প্রথমে ব্যাট করে ৫ উইকেটে ১৮৪ তোলে নিউজিল্যান্ড। জবাবে ১৭.৩ ওভারে ১৩১ রানে শেষ অস্ট্রেলিয়া।

Advertisement

ম্যাচের তৃতীয় বলেই কিউয়ি ওপেনার মার্টিন গাপটিলকে ফিরিয়ে দেন ড্যানিয়েল সামস। ১১ রানের মাথায় ফিরে যান আর এক ওপেনার টিম সেইফার্টও। এ অবস্থায় একাই দলের হাল ধরেন ডেভন কনওয়ে। অজি বোলারদের পিটিয়ে ৫৯ বলে ৯৯ রান করে অপরাজিত থাকেন ডেভন কনওয়ে। কিছুদিন আগেই আইপিএল নিলামে মাত্র ৫০ লক্ষ টাকা মূল্য থাকা সত্ত্বেও কেউ কেনেনি কনওয়েকে। তারই যোগ্য জবাব দিলেন কিউই ব্যাটসম্যান।

ব্যাট করতে নেমে অস্ট্রেলিয়ার কোনও ব্যাটসম্যানই দাঁড়াতে পারেননি। মিচেল মার্শ (৪৫) বাদে প্রত্যেকে ব্যর্থ। আইপিএল নিলামে সাড়ে ১৪ কোটি টাকা দিয়ে গ্লেন ম্যাক্সওয়েলকে কিনেছে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। এদিন তাঁর অবদান ৫ বলে ১। নিউজিল্যান্ডের হয়ে বল হাতে নজর কাড়েন ভারতীয় বংশোদ্ভুত স্পিনার ঈশ সোধি। ২৮ রানে ৪ উইকেট নেন তিনি।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement