Amit Shah

লক্ষ্য ভোট, দই-চিঁড়ে শাহের

দিল্লির ভোটে কঠিন লড়াইয়ের মুখে বিজেপি। এই ভোটে পূর্বাঞ্চলীদের ভোট কার্যত নির্ণায়ক শক্তি। দিল্লিতে পূর্ব উত্তরপ্রদেশ ও বিহারের বাসিন্দাদের পূর্বাঞ্চলী বলা হয়ে থাকে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৯ জানুয়ারি ২০২৫ ০৮:৫৫
Share:

অমিত শাহ। —ফাইল চিত্র।

মকর সংক্রান্তি উপলক্ষে আজ নীতীশ কুমারের জেডিইউ-এর কার্যনির্বাহী সভাপতি সঞ্জয় ঝার দিল্লির বাড়িতে গিয়ে দই-চিঁড়ে খেলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। রাজনীতিকদের মতে, দিল্লি বিধানসভা নির্বাচনের আগে রাজধানীর বিহারবাসীদের সমর্থন কুড়োতেই এ ভাবে শরিক দলের নেতাদের সঙ্গে দই-চিঁড়ে খেতে দেখা গেল শাহকে।

Advertisement

দিল্লির ভোটে কঠিন লড়াইয়ের মুখে বিজেপি। এই ভোটে পূর্বাঞ্চলীদের ভোট কার্যত নির্ণায়ক শক্তি। দিল্লিতে পূর্ব উত্তরপ্রদেশ ও বিহারের বাসিন্দাদের পূর্বাঞ্চলী বলা হয়ে থাকে। মকর সংক্রান্তিতে বাঙালিরা যেমন পিঠে-পুলি খান, তেমনই পূর্বাঞ্চলীরা দই-চিঁড়ে খেয়ে পালন করেন। রাজনীতিকদের মতে, পূর্বাঞ্চলীদের সংস্কৃতির প্রতি বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের যে শ্রদ্ধা রয়েছে, সেই বার্তা দিতেই সংবাদমাধ্যমের সামনে দই-চিঁড়ে খান অমিত শাহ। পাশাপাশি দিল্লিতে শরিক দলকে দু’টি আসন ছাড়ার সিদ্ধান্ত নিয়েছে বিজেপি। যার মধ্যে বুরারি আসন থেকে লড়ছে নীতীশ কুমারের দল জেডিইউ। এনডিএ-র শরিক দলের সঙ্গে বিজেপির যে সুষ্ঠু সম্পর্ক রয়েছে এবং চলতি বছরে বিহারে হতে যাওয়া নির্বাচনেও দুই দল একসঙ্গে লড়বে, আজ পরোক্ষে সেই বার্তাও দিলেন শাহ। সূত্রের মতে, প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানের পরে দিল্লিতে নিজের দলের প্রার্থীর পাশাপাশি বিহারি অধ্যুষিত পূর্ব দিল্লিতে বিজেপি প্রার্থীর হয়ে প্রচার করতে পারেন নীতীশ।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement