India vs England 2021

হ্যাডলি, স্টেনকে টপকে নতুন নজিরের মুখে এই ভারতীয় স্পিনার

স্টেন এবং হ্যাডলি দু’জনেই ৮০ টেস্টে ৪০০ উইকেট নেওয়ার কীর্তি গড়েছিলেন।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

কলকাতা শেষ আপডেট: ২২ ফেব্রুয়ারি ২০২১ ১৬:১৯
Share:

রবিচন্দ্রন অশ্বিন। ছবি টুইটার

দ্বিতীয় টেস্টে ব্যাট এবং বল হাতে ভারতকে জেতাতে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিলেন রবিচন্দ্রন অশ্বিন। পিচ নিয়ে বিতর্ক হলেও দ্বিতীয় ইনিংসে ব্যাট হাতে অশ্বিনের ইনিংস সমালোচকদের চুপ করিয়ে দিয়েছিল। টেস্টে পঞ্চম শতরান তুলে নিয়েছিলেন তিনি।

Advertisement

মোতেরায় তৃতীয় টেস্ট শুরু হওয়ার আগে সেই অশ্বিনই এ বার দাঁড়িয়ে অনন্য নজিরের সামনে। আর ছ’টি উইকেট পেলেই টেস্টে ৪০০ উইকেট হয়ে যাবে অশ্বিনের। যদি মোতেরাতেই ছ’টি উইকেট পান, তাহলে নিউজিল্যান্ডের কিংবদন্তি বোলার রিচার্ড হ্যাডলি এবং দক্ষিণ আফ্রিকার ডেল স্টেনকে টপকে দ্রুততম বোলার হিসেবে ৪০০ উইকেট নেওয়ার ক্ষেত্রে দ্বিতীয় স্থানে চলে আসবেন অশ্বিন।

স্টেন এবং হ্যাডলি দু’জনেই ৮০ টেস্টে ৪০০ উইকেট নেওয়ার কীর্তি গড়েছিলেন। মোতেরায় ছ’উইকেট পেলে ৭৭ টেস্টে সেই নজির ছোঁবেন। তালিকার শীর্ষে শ্রীলঙ্কার মুথাইয়া মুরলীধরন। তিনি ৭২ টেস্টে ৪০০ উইকেট পেয়েছিলেন।

Advertisement

বিশ্বের চতুর্থ স্পিনার হিসেবে ৪০০ উইকেট পেতে চলেছেন অশ্বিন। ভারতে অনিল কুম্বলে (৬১৯) এবং হরভজন সিংহের (৪১৭) পর এই কীর্তি অর্জন করতে চলেছেন অশ্বিন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement