—প্রতীকী চিত্র
প্রচণ্ড গরমে অনুশীলন করতে গিয়ে মারা যায় ইমানি বেল। ১৬ বছরের বাস্কেটবল খেলোয়াড়ের মৃত্যুতে তার দুই কোচের বিরুদ্ধে খুনের অভিযোগ আনল ইমানির পরিবার। ইমানির অনুশীলনের সময় তাপমাত্রা ছিল ৩৮ ডিগ্রি সেলসিয়াস। হিট স্ট্রোক হয়ে মৃত্যু হয় তার।
আমেরিকার জর্জিয়া স্কুলের ছাত্রী ইমানি। সেই স্কুলের হয়েই বাস্কেটবল খেলত সে। ২০১৯ সালের অগস্ট মাসে মৃত্যু হয় তার। প্রচণ্ড গরমের মধ্যে অনুশীলন করানোর জন্য ইমানির পরিবার তার দুই কোচের বিরুদ্ধে খুনের অভিযোগ এনেছে।
অভিযোগ অনুযায়ী প্রচণ্ড গরমে অনুশীলনের পর সেই দিন হৃদরোদে আক্রান্ত হয় সে। কিডনিও কাজ করা বন্ধ করে দেয়। এর ফলেই মৃত্যু হয় ইমানির। বাস্কেটবল কোচ ওয়াকার-আসেকার এবং তাঁর সহকারী পালমারের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে।
স্কুলের বিরুদ্ধেও অভিযোগ, ৩৫ ডিগ্রি সেলসিয়াসের উপর তাপমাত্রা থাকা সত্ত্বেও বাইরে অনুশীলন করানো হয়েছে। আগে থেকে তাপমাত্রা সম্বন্ধে সজাগ থাকা উচিত ছিল বলে মত অভিযোগকারীদের।