মোহনবাগান দিবসে উত্তরপাড়ার দে পরিবার নিজস্ব চিত্র
প্রিয় ক্লাবের সবুজ-মেরুন রঙে রাঙানো উত্তর পাড়ার দে বাড়ি। মোহনবাগান দিবস কেক কেটে উদযাপন করলেন বাড়ির সদস্যরা। সবুজ-মেরুন বেলুন দিয়ে সাজানো হয়েছিল গোটা বাড়ি। বাড়ির ছাদে মোহনবাগান পতাকা,পালতোলা নৌকা।
প্রিয় দলের জার্সি গায়ে চাপিয়ে উৎসবে মেতে ওঠেন মোহন অনুরাগী দে বাড়ির সদস্যরা। পরিবারের সদস্য জেসমিন বলেন, ‘‘বিয়ের পর এই প্রথম বার মোহনবাগান দিবস পালন করা হল। ভালো লাগছে। আমার বাড়িতেও সবাই মোহনবাগান সমর্থক। এখানে এসেও একই রকম পরিবেশ পেয়েছি। তাই বেশ ভাল লাগছে।’’ আর এক সদস্য সায়ন্তনী বলেন,‘‘আমাদের রক্তে মোহনবাগান, স্বপ্নে মোহনবাগান, বাড়ির রঙও সবুজ-মেরুন।’’
সামনেই এএফসি কাপ। তার আগে প্রশিক্ষক আন্তোনিয়ো লোপেজ হাবাসের তত্ত্বাবধানে প্রীতম কোটাল, জনি কাউকোদের অনুশীলন শুরু হয়ে গিয়েছে। এএফসি কাপের পর রয়েছে কলকাতা লিগ ও ডুরান্ড কাপ আর সব শেষে আইএসএল। সামনে লম্বা মরশুম। দলের সাফল্য কামনা করছেন দে পরিবার।
গোটা বাড়িটাই সাজানো সবুজ মেরুন রঙে নিজস্ব চিত্র