রয় কৃষ্ণ ফাইল চিত্র
মোহনবাগান দিবসের দিনেই গত মরশুমের বর্ষসেরা ফুটবলার রয় কৃষ্ণর সঙ্গে চুক্তি সেরে ফেলল এটিকে মোহনবাগান। আনন্দবাজার অনলাইন অনেকদিন আগেই জানিয়েছিল সবুজ-মেরুন জার্সিতেই কৃষ্ণকে ফের দেখা যেতে পারে। আর সেটাই সত্যি হল। কথাবার্তা চূড়ান্ত হয়ে গিয়েছিল আগেই। ফিজিতে লকডাউন থাকায় সই হতে কিছুটা দেরি হয়।
শুধু ভারত নয়, অন্যান্য দেশের নানা ক্লাবের প্রস্তাবও ছিল এটিকে মোহনবাগান গোল মেশিনের কাছে। তবে আন্তোনিয়ো লোপেজ হাবাসের দলের প্রস্তাবই সবচেয়ে লোভনীয় ছিল তাঁর কাছে। তাই সবুজ মেরুনেই যোগ দিলেন কৃষ্ণ।
এটিকে মোহনবাগানে যোগ দিয়ে কৃষ্ণ বলেন, ‘‘কলকাতা এখন আমার দ্বিতীয় বাড়ি। ক্লাবের সদস্য- সমর্থক, কলকাতার মানুষের অনেক ভালোবাসা পেয়েছি।’’ ভারতে কোভিড পরিস্থিতির কারণে এটিকে মোহনবাগানে যোগ দেওয়া নিয়ে তিনি যে দ্বিধায় ছিলেন তা স্বীকার করে নিলেন কৃষ্ণ। তিনি বলেন, ‘‘ভারতে আসার ব্যাপারে দ্বিধায় ছিলাম কোভিড পরিস্থিতির জন্য। কিন্তু কর্তারা আমার আর আমার পরিবারের ব্যাপারে আশ্বস্ত করায় আমি নতুন চুক্তিতে সই করেছি। ক্লাবের সদস্য সমর্থকরা আমায় সবসময় উদ্বুদ্ধ করেছেন, সমর্থন করেছেন। আমি এতে আপ্লুত।’’
এটিকে মোহনবাগানকে এশিয়ার অন্যতম সেরা ক্লাব হিসেবে তুলে ধরাই কৃষ্ণর লক্ষ্য। একইসঙ্গে জনি কাউকোর মত ফুটবলারের সঙ্গে খেলতে মুখিয়ে রয়েছেন ফিজির এই স্ট্রাইকার। তিনি বলেন, ‘‘প্রথম বার এএফসি কাপে খেলতে নামব। দলে বেশ কিছু ভাল ফুটবলার রয়েছে। ওদের সঙ্গে অনুশীলন করতে মুখিয়ে রয়েছি। আশা করি এএফসি কাপে ভাল কিছু করে দেখাতে পারব। আমার লক্ষ্য দলকে এশিয়ার সেরা করা।’’
নিজের দেশ ফিজির কোভিড পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন কৃষ্ণ। তবে তার মধ্যেই নিজেকে ফিট রাখার চেষ্টা চালিয়ে যাচ্ছেন তিনি। কৃষ্ণ বলেন, ‘‘প্রতিদিন আক্রান্ত ও মৃতের সংখ্যা বাড়ছে ফিজিতে। নানা বিধিনিষেধের মধ্যেও বাড়িতে অনুশীলন চালিয়ে যাচ্ছি। এই বিশেষ দিনে সবুজ মেরুন জার্সি পরে খেলার কথা ঘোষণা করতে পেরে আমি সম্মানিত।’’