ISL 2024-25

মহমেডানের বিরুদ্ধে জয়ে তৃপ্ত মোহনবাগান কোচ, আইএসএলের শেষ পর্বে মোলিনার লক্ষ্য ধারাবাহিকতা

মহমেডানকে হারিয়ে লিগ শিল্ড জয়ের পথে আরও এক ধাপ এগিয়ে গিয়েছে মোহনবাগান। দলের খেলায় খুশি কোচ হোসে মোলিনা। তবু পরের ম্যাচগুলি নিয়ে সতর্ক থাকতে চাইছেন সবুজ-মরুন কোচ।

Advertisement

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা

শেষ আপডেট: ০২ ফেব্রুয়ারি ২০২৫ ১৩:০০
Share:
Picture of Jose Molina

হোসে মোলিনা। —ফাইল চিত্র।

গোলের সুযোগ তৈরি করতে হবে। যত বেশি সুযোগ তৈরি হবে, তত বেশি গোলের সম্ভাবনা বাড়বে। মহমেডান ম্যাচের আগে মোহনবাগান ফুটবলারদের এই পরামর্শই দিয়েছিলেন মোহনবাগান কোচ হোসে মোলিনা। ফুটবলারেরা তাঁর পরামর্শ মেনে বড় ব্যবধানে জয় পাওয়ায় খুশি সবুজ-মেরুন কোচ।

Advertisement

মহমেডানকে ৪-০ ব্যবধানে হারিয়ে আইএসএল লিগ শিল্ড জয়ের পথে অনেকটাই এগিয়ে গিয়েছে মোহনবাগান। শনিবারের ম্যাচের পর স্বাভাবিক ভাবেই তৃপ্ত দেখিয়েছে মোলিনাকে। তবু বাকি ম্যাচগুলিকে হালকা ভাবে নিতে চান না তিনি। কারণ এখনও খেতাব নিশ্চিত হয়নি তাঁর দলের। মোলিনা বলেছেন, ‘‘ দলের খেলায় আমি সত্যিই খুশি। সুযোগ পেলেও চারটের বেশি গোল হয়নি আমাদের। আরও গোল হলে ভাল লাগত। আগেও বলেছি, গোলের সুযোগ তৈরিই আমার কাছে বেশি গুরুত্বপূর্ণ। সুযোগ তৈরি করতে পারলেই গোল আসবে।’’

সবুজ-মেরুন কোচ এখনই লিগ শিল্ড নিয়ে ভাবতে চাইছেন না। তাঁর লক্ষ্য বাকি পাঁচটি ম্যাচেও ধারাবাহিকতা বজায় রাখা। মোলিনা বলেছেন, ‘‘এখনও পাঁচটা ম্যাচ আছে। আমাদের লড়াই করতে হবে। পরের ম্যাচ প্রতিপক্ষ পঞ্জাব। মহমেডানের বিরুদ্ধে বেশ ভাল খেলেছে ছেলেরা। পঞ্জাব খুব ভাল দল। ওরা বেঙ্গালুরুর মতো দলকে হারিয়ে দিয়েছে। পরের ম্যাচের আগে ফুটবলারদের তরতাজা করে তুলতে হবে। মহমেডান ম্যাচের পারফরম্যান্স ধরে রাখতে হবে।’’

Advertisement

মহমেডান ম্যাচের পর ১৯ ম্যাচে মোহনবাগানের পয়েন্ট ৪৩। দ্বিতীয় স্থানে থাকা এফসি গোয়ার থেকে ১০ পয়েন্টে এগিয়ে রয়েছে সবুজ-মেরুন ব্রিগেড। তবু কোচের মতোই সতর্ক থাকতে চাইছেন অস্ট্রেলীয় স্ট্রাইকার জেসন কামিংস। তিনি বলেছেন, “আমরা লিগ শিল্ড জয়ের দিকে আরও একধাপ এগিয়ে গেলেও কাজ এখনও শেষ হয়নি। প্রতিটি ম্যাচ ধরে এগোতে হবে। ১০ পয়েন্টে এগিয়ে আছি বলে আনন্দে আত্মহারা হওয়ার সুযোগ নেই। আমাদের পরিশ্রম করতে হবে। দলকে আরও ভাল জায়গায় নিয়ে যেতে হবে। ট্রফিজয় নিশ্চিত করার আগে থামার প্রশ্ন নেই।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement