Football

চেন্নাইকে হারিয়ে টানা আট ম্যাচ অপরাজিত মোহনবাগান

চেন্নাইকে হারিয়ে আই লিগে শীর্ষেই থেকে গেল মোহনবাগান। নিজেদের অবস্থান আর মজবুত করল কিবুর ছেলেরা।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ৩১ জানুয়ারি ২০২০ ২১:০৩
Share:

ধীরে ধীরে একটা টিম হয়ে উঠেছে মোহনবাগান। তাই আই লিগে এগিয়েই চলেছে তারা।

মোহনবাগানচেন্নাই সিটি

Advertisement

(পাপা ২, ফ্রান গনজালেজ) (বিজয়, যিষ্ণু)

টানা আট ম্যাচ অপরাজিত কিবু ভিকুনার মোহনবাগান। শুক্রবার ফ্রান গনজালেজ-বেইতিয়ারা ৩-২ গোলে হারাল চেন্নাই সিটিকে।

Advertisement

মোহনবাগান ও চেন্নাই গোল করার একাধিক সুযোগ পেয়েছিল। গোলও নষ্ট করে দু’ দল। সুযোগের সদ্ব্যবহার করলে পারলে মোহনবাগান ও চেন্নাই ম্যাচের স্কোর লাইন আরও হৃষ্টপুষ্টই দেখাত। এ দিনের ম্যাচ জিতে সাপ-লুডোর আই লিগ টেবলে মোহনবাগান নিজেদের অবস্থান আরও মজবুত করল। মিনার্ভার (১০ ম্যাচে ১৭ পয়েন্ট) থেকে ছ’ পয়েন্টে এগিয়ে গেল সবুজ-মেরুন (১০ ম্যাচে ২৩ পয়েন্ট)।

খেলার ২৮ মিনিটে মোহনবাগান গোল করে এগিয়ে যায়। বেইতিয়ার কর্নার থেকে হেডে পাপা দিওয়ারা এগিয়ে দেন। মোহনবাগানের দ্বিতীয় গোলটি প্রথম গোলেরই যেন অ্যাকশন রিপ্লে। বেইতিয়ার কর্নার থেকে হেডে ব্যবধান বাড়ান ফ্রান গনজালেজ। বিরতির সময়ে মোহনবাগান এগিয়েছিল ২-০-এ।

আরও পড়ুন: ফের টাই, ফের সুপার ওভার, ওয়েলিংটনে রুদ্ধশ্বাস জয়, সিরিজে ৪-০ এগিয়ে কোহালিরা

বিরতির পরে পাপা ৩-০ করেন। এর পরে ম্যাচে ফেরার চেষ্টা করে চেন্নাই। বিজয় ও যিষ্ণু দূরপাল্লার শটে মোহনবাগানের জাল কাঁপান।

দুটো গোল পেয়ে যাওয়ায় চেন্নাই কামড় বসাতে শুরু করে ম্যাচে। মোহনবাগানের পেনাল্টি বক্সে চেন্নাই আক্রমণ তুলে আনলেও আকবর নওয়াজের ছেলেরা আর গোল করতে পারেননি। শেষ হাসি তোলা ছিল মোহনবাগানের জন্য।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement