শক্তিশালী অ্যাথলেটিক্স তৈরি করাই এ বার লক্ষ্য মোহনবাগানের।
অ্যাথলেটিক্স দল (২০১৯-২০ মরসুমের) ঢেলে সাজাতে চলেছে মোহনবাগান। রবিবার ক্লাবের অ্যাথলিটদের বকেয়া বেতন মিটিয়ে দেওয়া হবে। সেই সঙ্গে নতুন মরসুমের জন্য অ্যাথলিটদের সঙ্গে লিখিত চুক্তি করা হবে। এ বার আগের থেকেও শক্তিশালী দল গড়ার চেষ্টা করছে মোহনবাগান। সম্প্রতি রাজ্য মিটে যাঁরা ভাল করেছেন তাঁদের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। জাতীয় স্তরের বেশ কয়েকজন সফল অ্যাথলিটও মোহনবাগানের হয়ে নামার ইচ্ছাপ্রকাশ করেছেন। তাঁদের সঙ্গেও ইতিমধ্যেই যোগাযোগ করা হয়েছে।
বাগান-নির্বাচনের আগে থেকেই বর্তমান ক্লাব পরিচালন গোষ্ঠী শক্তিশালী অ্যাথলেটিক্স দল গঠনের উপরে জোর দিয়ে আসছিল। চলতি বছরের ২০ জানুযারি মোহনবাগানের বার্ষিক অ্যাথলেটিক মিটে কার্নিভ্যালের পরিবেশ তৈরি হয়েছিল। এ বারও ক্লাবতাঁবুতে সেই রকমই পরিবেশ তৈরি করা হবে। মোহনবাগানের অ্যাথলেটিক্স সচিব দেবাশিস মিত্র বলেন, ‘‘আমরা প্লেয়ারদের কিটস দিচ্ছি। প্রত্যেকের সঙ্গে লিখিত চুক্তি করতে চলেছি। ভাল করে দল সাজানোই এখন আমাদের উদ্দেশ্য।’’