Football

মোহনবাগানই এ বারের আই লিগ চ্যাম্পিয়ন, সিদ্ধান্ত নিল লিগ কমিটি

১৬ ম্যাচ থেকে সবুজ-মেরুন-এর সংগ্রহ ছিল ৩৯ পয়েন্ট। লিগের বাকি ম্যাচগুলো হলেও কোনও দলের পক্ষেই মোহনবাগানকে টপকানো সম্ভব নয়।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

নয়া দিল্লি শেষ আপডেট: ১৮ এপ্রিল ২০২০ ১৯:৫৩
Share:

ভারতসেরা মোহনবাগান। সোশ্যাল মিডিয়ায় এমনই ইঙ্গিত দিয়েছিল ফেডারেশন।

মোহনবাগানই এ বারের আই লিগ চ্যাম্পিয়ন। শনিবার লিগ কমিটি এই সিদ্ধান্তই নিল। বল এখন ফেডারেশনের একজিকিউটিভ কমিটির কোর্টে। তারাই এই সিদ্ধান্তে সরকারি সিলমোহর দেবে। চার ম্যাচ বাকি থাকতেই পয়েন্টের দিক থেকে মোহনবাগান বাকিদের ধরা ছোঁয়ার বাইরে চলে গিয়েছিল।

Advertisement

১৬ ম্যাচ থেকে সবুজ-মেরুন-এর সংগ্রহ ছিল ৩৯ পয়েন্ট। লিগের বাকি ম্যাচগুলো হলেও কোনও দলের পক্ষেই মোহনবাগানকে টপকানো সম্ভব নয়।

মোহনবাগানকে চ্যাম্পিয়ন ঘোষণা করার পাশাপাশি আই লিগের বাকি ম্যাচগুলোও বাতিল করে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে লিগ কমিটির মিটিংয়ে। করোনা উদ্ভুত পরিস্থিতিতে ১৪ মার্চ স্থগিত হয়ে যায় আই লিগ। তার পর আই লিগের বল আর গড়ায়নি মাঠে।

Advertisement

এ দিন লিগ কমিটির সদস্য ভিডিয়ো কনফারেন্সের মাধ্যমে সিদ্ধান্ত নেন, নজিরবিহীন এই পরিস্থিতিতে আই লিগ-এর বাকি ম্যাচগুলো আর হবে না।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement