Marcus rashford

লকডাউনের চাপ, স্কুলজীবনের বান্ধবীর সঙ্গে বিচ্ছেদ হয়ে গেল তারকা ইংরেজ ফুটবলারের

করোনা অতিমারিতে গোটা বিশ্ব জুড়েই যুগলদের সম্পর্কে টানাপড়েন চলছে। খ্যাতনামীরাও তাঁর ব্যতিক্রম নন।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ১৬ মে ২০২১ ১৬:৩৮
Share:

বান্ধবীর সঙ্গে র‌্যাশফোর্ড। ছবি টুইটার

করোনা অতিমারিতে গোটা বিশ্ব জুড়েই যুগলদের সম্পর্কে টানাপড়েন চলছে। খ্যাতনামীরাও তাঁর ব্যতিক্রম নন। করোনা অতিমারির চাপ এবং হতাশা সামলাতে না পেরে বান্ধবীর সঙ্গে বিচ্ছেদ হয়ে গেল মার্কাস র‌্যাশফোর্ডের। আট বছর সম্পর্ক ছিল তাঁদের।

Advertisement

জানা গিয়েছে, বান্ধবী লুসিয়া লোইয়ের সঙ্গে স্কুল বয়স থেকে প্রেম ছিল র‌্যাশফোর্ডের। ম্যাঞ্চেস্টার ইউনাইটেড থেকে ইংল্যান্ড, তাঁর জনপ্রিয় ফুটবলার হয়ে ওঠার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিলেন লুসিয়া। তবে র‌্যাশফোর্ডের ঘনিষ্ঠরা জানিয়েছেন, দু’জনের সম্পর্কে যে জটিলতা রয়েছে তা মিটে গেলেই একসঙ্গে দেখা যেতে পারে তাঁদের।

র‌্যাশফোর্ডের ঘনিষ্ঠ এক বন্ধু ইংল্যান্ডের সংবাদপত্রে জানিয়েছেন, “লকডাউনে একটানা বাড়িতে থাকতে থাকতে দু’জনেই অসহিষ্ণু হয়ে পড়েছিল। চাপ এবং হতাশা বাড়ছিল। সে কারণেই বিচ্ছেদ হয়েছে। তবে দু’জনেরই পরস্পরের প্রতি শ্রদ্ধা এবং ভালবাসা রয়েছে। দু’জনে কথাও বলছে নিয়মিত।”

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement