East Bengal FC

ইস্টবেঙ্গলকে অভিনন্দন জানিয়ে ম্যান ইউ চিঠি

এ দিনই ইস্টবেঙ্গল ক্লাবে এসেছে সেই চিঠি।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৮ সেপ্টেম্বর ২০২০ ০৬:৫৭
Share:

ছবি সংগৃহীত।

শতবর্ষ উপলক্ষে ইস্টবেঙ্গল ক্লাব ও তার সমর্থকদের অভিনন্দন জানিয়ে চিঠি পাঠালেন ম্যাঞ্চেস্টার ইউনাইটেড ক্লাব। সঙ্গে আইএসএলে খেলার জন্যও লাল-হলুদ ক্লাবকে শুভেচ্ছা জানিয়েছে তারা।

Advertisement

এ দিনই ইস্টবেঙ্গল ক্লাবে এসেছে সেই চিঠি। তাতে ম্যান ইউয়ের সফর সংক্রান্ত বিভাগের কর্তা ক্রিস্টোফার কোমেন ইস্টবেঙ্গল সচিবকে লিখেছেন, ‍‘‍‘শতবর্ষের বছরে ইস্টবেঙ্গল ক্লাব এবং তার অসংখ্য সমর্থককে অভিনন্দন। ইস্টবেঙ্গল ক্লাবের ঐতিহ্য ও ইতিহাস সম্পর্কে সবাই অবগত। বর্ণময় যে দীর্ঘ পথ চলার সূচনা হয়েছিল ১৯২০ সালের ১ অগস্ট।’’ আরও লিখেছেন, ‘‘সম্প্রতি ইস্টবেঙ্গল ক্লাব সফরের সময় দারুণ অভিজ্ঞতা হয়েছিল। ইস্টবেঙ্গল এ বার আইএসএলে খেলবে। নতুন সেই যাত্রার জন্যও আমাদের তরফে শুভেচ্ছা রইল।’’ একেবারে শেষ মুহূর্তে লগ্নিকারী চূড়ান্ত করে আইএসএলে অংশগ্রহণ নিশ্চিত করেছে ইস্টবেঙ্গল। আগামী কয়েক দিনের মধ্যেই লাল-হলুদের আইএসএল খেলার কথা ঘোষণা হয়ে যেতে পারে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement