Manchester city

শেফিল্ডের কাছে হেরে প্রিমিয়ার লিগ জমিয়ে দিল ম্যাঞ্চেস্টার ইউনাইটেড

নয় ম্যাচ অপরাজিত থাকার পর ঘরের মাঠে শেফিল্ড ইউনাইটেডের কাছে হারতে হল ম্যাঞ্চেস্টার ইউনাইটেডকে। ১-২ গোলে।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ২৮ জানুয়ারি ২০২১ ১৬:৪১
Share:

কেন ব্রায়ানের গোলের মুহূর্ত ছবি টুইটার

নয় ম্যাচ অপরাজিত থাকার পর ঘরের মাঠে শেফিল্ড ইউনাইটেডের কাছে হারতে হল ম্যাঞ্চেস্টার ইউনাইটেডকে। ১-২ গোলে। ম্যাচের ২৩ মিনিটে কেন ব্রায়ানের গোলে এগিয়ে যায় শেফিল্ড। হ্যারি ম্যাগুয়ারের গোলে সমতা ফেরালেও অলিভার ব্রুকের গোলে জয় পেয়ে যায় শেফিল্ড। রেড ডেভিলসদের এই হারের ফলে জমে গেল প্রিমিয়ার লিগের লড়াই।

Advertisement

এই ম্যাচের পর ২০ ম্যাচে ৪০ পয়েন্ট নিয়ে দুনম্বরে নেমে গেল ইউনাইটেড। শীর্ষে চলে গেল ম্যাঞ্চেস্টার সিটি। ১৯ ম্যাচে তাদের পয়েন্ট ৪১। ২০ ম্যাচে ৪৯ পয়েন্ট নিয়ে তাদের ঘাড়ে নিঃশ্বাস ফেলছে লেস্টার সিটি।

বুধবার হারের পর ইউনাইটেডের হয়ে অভিষেক করা অ্যালেক্স টনজেবেকে সামাজিক মাধ্যমে বর্ণবিদ্বেষ মূলক মন্তব্যের শিকার হতে হয়। শেফিল্ডের জয়সূচক গোল তাঁর গায়ে লেগেই ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের গোলে ঢোকে।

Advertisement

৮২ মিনিটে অ্যালেক্সকে তুলে নেন ইউনাইটেড কোচ ওয়ে গুন্নার সোলসার। শনিবার আর্সেনালের বিরুদ্ধে খেলবে ইউনাইটেড। একই দিনে শেফিল্ডের বিরুদ্ধে নামবে ম্যাঞ্চেস্টার সিটি।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement