গত বারের আইপিএল-এ জাদেজার উপরে মেজাজ হারাতে দেখা গিয়েছিল ধোনিকে। —ফাইল চিত্র।
তিনি নাকি মাঠে মেজাজ হারান না। সেই কারণেই তাঁর নাম ‘ক্যাপ্টেন কুল’।
এ হেন মহেন্দ্র সিংহ ধোনি ২০১৯ সালের আইপিএল-এ দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে ম্যাচে মেজাজ হারিয়ে গালমন্দ করে বসেন রবীন্দ্র জাদেজাকে।
ইশান্ত শর্মা সেই তথ্য তুলে ধরেছেন ইউটিউব-এ। গত বছরের আইপিএল-এর কোয়ালিফায়ার-এ দিল্লি ক্যাপিটালস ও চেন্নাই সুপার কিংস ম্যাচের প্রসঙ্গ উত্থাপ্পন করে দীর্ঘদেহি পেসার বলেন, ‘‘গতবছরের আইপিএল-এ সিএসকে-র বিরুদ্ধে যখন ব্যাট করতে নামি, তখন উইকেটের পিছন থেকে মাহিভাই ক্রমাগত বলছিল, তুমি ছক্কা মারতে পারবে না। তোমার ছক্কা হাঁকানোর মতো শক্তিই নেই। জাড্ডুর ওভারে আমি একটা চার ও ছক্কা মারি। তার পরেই মাহিভাইয়ের দিকে তাকিয়ে ওঁর প্রতিক্রিয়া জানার চেষ্টা করছিলাম। জাড্ডুকে চার-ছয় মারায় মাহিভাই তখন ওকেই গালাগাল করছিল।’’
আরও পড়ুন: আইপিএল-এর সেরা বোলার কে? পিটারসেন বললেন…
সেই ম্যাচে শেষের দিকে জাদেজার ওভার থেকে রান নেওয়ায় দিল্লি ক্যাপিটালস ১৪৭ রান তোলে। ধোনির সিএসকে অবশ্য ছ’উইকেট বাকি থাকতেই ১৯ ওভারে জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয়।