Lungi Ngidi

৯৭ রানে শেষ ওয়েস্ট ইন্ডিজ, ৫ উইকেট এনগিডির, দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টেস্টে সর্বনিম্ন স্কোর ক্যারিবিয়ানদের

ঘরের মাঠেই দক্ষিণ আফ্রিকার বোলিংয়ের বিরুদ্ধে বিপর্যস্ত ওয়েস্ট ইন্ডিজ।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ১১ জুন ২০২১ ১২:৫৭
Share:

পাঁচ উইকেট নিয়ে এনগিডি। ছবি টুইটার

ঘরের মাঠেই দক্ষিণ আফ্রিকার বোলিংয়ের বিরুদ্ধে বিপর্যস্ত ওয়েস্ট ইন্ডিজ। বৃহস্পতিবার প্রথম টেস্টের প্রথম দিনে সেন্ট লুসিয়ায় ৯৭ রানে শেষ হয়ে গেল তারা। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে এটাই তাদের সর্বনিম্ন ইনিংস। ৫ উইকেট নিলেন দক্ষিণ আফ্রিকার জোরে বোলার লুনগি এনগিডি।

Advertisement

দীর্ঘ ১১ বছর পর ওয়েস্ট ইন্ডিজ সফরে গিয়েছে দক্ষিণ আফ্রিকা। প্রথম দিনেই সেখানে বিপক্ষকে চাপে ফেলে দিল তারা। দিনের শেষে দক্ষিণ আফ্রিকার স্কোর ৪ উইকেট হারিয়ে ১২৮। সর্বোচ্চ ৬০ রান করেন এডেন মার্করামের। ওয়েস্ট ইন্ডিজের অভিষেককারী বোলার জেডেন সিলস ৩ উইকেট পেয়েছেন।

ম্যাচের পর এনগিডি বলেছেন, “নির্দিষ্ট পরিকল্পনা নিয়েই ওদের বিরুদ্ধে বোলিং করতে নেমেছিলাম। ফের ৫ উইকেট নিতে পেরে ভাল লাগছে। অনেক বার ৫ উইকেট পাওয়ার দোরগোড়ায় এসেও পাইনি।” ওপেনিংয়ে ক্রেগ ব্রাথওয়েট এবং শাই হোপ ভালই খেলছিলেন। কিন্তু অনরিখ নোখিয়াকে আনার পরেই ক্যারিবিয়ানদের প্রতিরোধ শেষ হয়ে যায়। এরপর নিয়মিত ব্যবধানে উইকেট পড়তে থাকে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement