ধওয়নের দলে একাধিক নতুন মুখ। ফাইল ছবি
বিরাট কোহলীরা যখন ইংল্যান্ড সিরিজ নিয়ে ব্যস্ত থাকবেন, তখন ভারতের দ্বিতীয় সারির দল শ্রীলঙ্কায় যাবে সীমিত ওভারের সিরিজ খেলতে। শিখর ধওয়ন যার নেতৃত্ব দেবেন। পূর্ণ দল বৃহস্পতিবারই ঘোষণা হয়ে গিয়েছে। দেখা যাচ্ছে, সেই দলে সুযোগ পেয়েছেন ছয় নতুন মুখ।
এঁরা হলেন: দেবদত্ত পাড়িক্কল, চেতন সাকারিয়া, নীতীশ রানা, কৃষ্ণাপ্পা গৌতম, রুতুরাজ গায়কোয়াড় এবং বরুণ চক্রবর্তী। প্রত্যেকেই আইপিএল-এ পরিচিত মুখ। প্রত্যেকেই এবারের আইপিএল-এর প্রথম পর্বে উল্লেখযোগ্য ভূমিকা নিয়েছেন।
পাড়িক্কল যেমন খেলেন কোহলীর দল আরসিবি-তে। গত বার সর্বোচ্চ রান সংগ্রাহক ছিলেন তিনি। এবার ৬ ম্যাচে ১৯৫ রান করেছেন। তার মধ্যে একটি শতরানও রয়েছে। রাজস্থানের বোলার চেতন সাকারিয়া আইপিএল-এর পরেই কোভিডে বাবাকে হারান। তবে তার আগে সাত উইকেট নিয়েছেন প্রতিযোগিতায়। ঘরোয়া ক্রিকেটে নিয়মিত সাফল্য পেয়েছেন তিনি।
নীতীশ এবং বরুণ খেলেন কেকেআর-এর হয়ে। আইপিএল চলাকালীনই করোনায় আক্রান্ত হন বরুণ। তারপরে প্রতিযোগিতাই থমকে যায়। তবে বরুণ সুস্থ হয়ে উঠেছেন এখন। আইপিএল-এর প্রথম পর্বে ৭ উইকেট নিয়েছিলেন তিনি। অন্যদিকে নীতীশ ৭ ম্যাচে ২০১ রান করেছেন। কেকেআর-এর তিন নম্বরে ভরসার জায়গা তিনি।
মহেন্দ্র সিংহ ধোনির সিএসকে-তে খেলেন রুতুরাজ। তিনি গত বার শেষদিকে চমক দেখিয়েছিলেন। এবার ৭ ম্যাচে ১৯৫ রান করেছেন। সর্বোচ্চ ৭৫। ওপেনিংয়ে এখনও দলের বড় ভরসা তিনি। এবারের নিলামে ৯.২৫ কোটি টাকা দিয়ে গৌতমকে কিনেছিল সিএসকে। কিন্তু এখনও একটাও ম্যাচ খেলার সুযোগ পাননি তিনি।
পুরো দল: শিখর ধওয়ন (অধিনায়ক), পৃথ্বী শ, দেবদত্ত পাড়িক্কল, রুতুরাজ গায়কোয়াড়, সূর্যকুমার যাদব, মণীশ পান্ডে, হার্দিক পাণ্ড্য, নীতীশ রানা, ঈশান কিশন, সঞ্জু স্যামসন, যুজবেন্দ্র চহাল, রাহুল চাহার, কৃষ্ণাপ্পা গৌতম, ক্রুণাল পাণ্ড্য, কুলদীপ যাদব, বরুণ চক্রবর্তী, ভুবনেশ্বর কুমার (সহ-অধিনায়ক), দীপক চাহার, নবদীপ সাইনি, চেতন সাকারিয়া।