ইংল্যান্ড বনাম আয়ারল্যান্ড টেস্টে মাত্র ৩৮ রানেই গুঁড়িয়ে গেল আয়ারল্যান্ড। সেই সঙ্গেই টেস্ট ক্রিকেটে সর্বনিম্ন রানের রেকর্ডে সপ্তম স্থানে উঠে এল আইরিশরা। টেস্টে সর্বনিম্ন রানের দৌড়ে প্রথম স্থানে রয়েছে নিউজিল্যান্ড। তালিকায় আছে পাকিস্তান, ভারতও। দেখে নেওয়া যাক টেস্টে সর্বনিম্ন রানের রেকর্ডে আছে কোন কোন দেশ।
নিউজিল্যান্ড: টেস্ট ক্রিকেটে লজ্জাজনক এক রেকর্ড রয়েছে নিউজিল্যান্ডের। সর্বনিম্ন রানের তালিকায় প্রথমে রয়েছে কিউয়িরা। ১৯৫৫-র ২৫ মার্চ নিজেদের দেশেই ইংল্যান্ডের বিরুদ্ধে ২৬ রানে অলআউট হয়ে যায় ব্ল্যাক ক্যাপস্রা। সর্বনিম্ন রানের তালিকায় প্রথম স্থানে রয়েছে তারাই।
দক্ষিণ আফ্রিকা: বিশ্ব ক্রিকেটে চোকার্স বলে দুর্নাম রয়েছে জন্টি রোডসদের। টেস্টেও বহু বার মুখ থুবড়ে পড়েছে দক্ষিণ আফ্রিকার ব্যাটিং লাইনআপ। ১৩ই ফেব্রুয়ারি, ১৮৯৬— ইংল্যান্ডের বিরুদ্ধে ৩০ রানে গুটিয়ে যায় প্রোটিয়াদের ইনিংস। এর পরেও বহু বার বিশ্রী ভাবে শেষ হয়েছে দক্ষিণ আফ্রিকার ইনিংস। তালিকার দ্বিতীয় থেকে পঞ্চম স্থান দখল করে আছে তারা।
অস্ট্রেলিয়া: বাইশ গজে দাপিয়ে বেড়ানো অজিরাও ব্যাটিং বিপর্যয়ের মুখে পড়েছে বহু বার। টেস্টে একটা সময়ে এক নম্বরে থাকা অস্ট্রেলিয়ার ব্যাটিং ১৯০২-এর ২৯ মে ইংল্যান্ডের বিরুদ্ধে বার্মিংহ্যামে ৩৬ রানে শেষ হয়ে যায়। টেস্ট ক্রিকেটের ইতিহাসে এটাই ষষ্ঠ সর্বনিম্ন রান।
আয়ারল্যান্ড: বিশ্বক্রিকেটকে চমকে দিয়ে টেস্টে ইংল্যান্ডকে ৮৫ রানে অলআউট করে দিয়েছিল আইরিশরা। কিন্তু পরের ইনিংসে ইংলিশ বোলারদের সামনে কার্যত ধ্বংস হয়ে যায় আয়ারল্যান্ড। ৩৮ রানে করে তালিকায় সপ্তম স্থানে রয়েছে তারা।
ভারত: টেস্ট ক্রিকেটের তালিকায় এক নম্বরে থাকা ভারতের ব্যাটিং লাইনআপও একটা সময়ে লজ্জাজনক ভাবে শেষ হয়েছিল। ২০ জুন, ১৯৭৪— ঐতিহাসিক লর্ডসের মাঠে মাত্র ৪৬ রানে গুটিয়ে যায় ভারত। সর্বনিম্ন রানের তালিকায় ১১ নম্বরে রয়েছি আমরা।
ইংল্যান্ড: ১৮৮৭-র ২৮ জানুয়ারি সিডনিতে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সর্বনিম্ন রান করেন ইংলিশ ব্যাটসম্যানরা। মাত্র ৪৫ রানেই শেষ হয়ে যায় ইংল্যান্ডের ইনিংস।
ওয়েস্ট ইন্ডিজ: লর্ড ক্লাইভের দেশও টেস্ট ক্রিকেটে লজ্জাজনক হারের মুখে পড়েছে। ২০০৪-এর ১১ মার্চ কেপটাউনে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সর্বনিম্ন রান করে ওয়েস্ট ইন্ডিজ।
পাকিস্তান: সর্বনিম্ন রানের নিরিখে পিছিয়ে নেই ইনজামাম-উল-হক, ওয়াকার ইউনুস,ওয়াসিম আক্রমের পাকিস্তানও। ১ ফেব্রুয়ারি, ২০১৩-য় জোহানেসবার্গে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে মাত্র ৪৯ রান করে মিসবা উল হকের পাকিস্তান।