PSG

Lionel Messi: মেসির চোট, বুধবার তাঁকে ছাড়াই নামছে পিএসজি

এখনও নতুন দলে এসে গোল পাননি মেসি।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২১ সেপ্টেম্বর ২০২১ ২১:২৭
Share:

লিয়োনেল মেসি ফেসবুক

এফসি মেটজের বিরুদ্ধে বুধবার লিয়োনেল মেসিকে ছাড়াই খেলতে নামছে প্যারিস সঁ জঁ। চোটের কারণে অ্যাওয়ে ম্যাচে আর্জেন্টাইন তারকাকে পাচ্ছে না তারা।

Advertisement

পিএসজি-র দেওয়া এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘বাঁ পায়ের হাঁটুতে চোট পেয়েছেন মেসি। চোট পাওয়া জায়গায় কালশিটে দেখা গিয়েছে। মঙ্গলবার এমআরআই হয়েছে । দু’দিনের মধ্যে আবার এমআরআই করা হবে। তারপর গোটা বিষয়টা স্পষ্ট হবে।’’

রবিবার অলিম্পিক লিয়ঁ-র বিরুদ্ধে ম্যাচে জিতলেও ৭৫ মিনিটে মেসিকে তুলে নেন কোচ মরিসিয়ো পোচেত্তিনো। তা নিয়ে ক্ষোভও প্রকাশ করেন মেসি। মঙ্গলবার পোচেত্তিনো বলেন, ‘‘রবিবারের ম্যাচের সময়ই আমরা দেখছিলাম মেসি বারবার ওর বাঁ পায়ের হাঁটুর দিকে দেখছিল।’’

Advertisement

দু’বছরের চুক্তিতে বার্সেলোনা থেকে পিএসজি-তে এসেছেন মেসি। তবে এখনও নতুন দলে এসে গোল পাননি মেসি। রবিবার তাঁর শট দু’বার বারে লাগে।

ফরাসি লিগ টেবিলে শীর্ষে রয়েছে পিএসজি।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement