ATK Mohun Bagan

AFC Cup: পায়ে বল রেখে নাসাফের ডিফেন্স ভাঙতে চান হাবাস

বুধবার নাসাফের বিরুদ্ধে নামার আগে সাবধানী এটিকে মোহনবাগান কোচ হাবাস, জিতবেনই নিশ্চিত করে বলছেন না।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ২১ সেপ্টেম্বর ২০২১ ১৯:০৩
Share:

আন্তোনিয়ো লোপেজ হাবাস ফাইল চিত্র

বুধবার নাসাফ এফসি-র বিরুদ্ধে এএফসি কাপের ইন্টার জোনাল সেমিফাইনালে নিজেদের মধ্যে বল রেখে খেলার চেষ্টা করবে এটিকে মোহনবাগান। সোমবার উজবেকিস্তানের কার্শিতে অনুশীলনে নেমে পড়েন রয় কৃষ্ণরা। মঙ্গলবার সন্ধ্যায় ফের অনুশীলন করবে তারা।

Advertisement

শক্তিশালী প্রতিপক্ষ নাসাফের বিরুদ্ধে নামার আগে কিছুটা হলেও সাবধান মোহনবাগান। জিতবেনই, এমনটা নিশ্চিত করে বলতে পারছেন না কোচ আন্তোনিয়ো লোপেজ হাবাসএটিকে মোহনবাগান মিডিয়া টিমকে দেওয়া সাক্ষাৎকারে হাবাস বলেন, ‘‘জিতবই এমনটা বলতে পারছি না। তবে নাসাফকে হারানোর শক্তি আমাদের রয়েছে। দুবাইয়ে আমাদের প্রস্তুতি ভাল হয়েছে। মাথায় রাখতে হবে আমাদের প্রতিপক্ষও বেশ শক্তিশালী। ওদের দলেও বেশ কিছু ফুটবলার রয়েছে, যারা ম্যাচের রং যে কোনও সময় বদলে দিতে পারে।’’

এএফসি কাপের সেমিফাইনালে অভিষেক হতে পারে ইউরো ফেরত জনি কাউকোর। হুগো বুমোস চোটের কারণে দলে না থাকায় তাঁর জায়গায় খেলতে পারেন ফিনল্যান্ডের এই মিডফিল্ডার। এই কয়েক দিনে কাউকো দলের সঙ্গে মানিয়ে নিয়েছেন বলে জানালেন হাবাস। তিনি বলেন, ‘‘কাউকো দলের সঙ্গে মানিয়ে নিয়েছে। দলের সঙ্গে থাকা প্রবীর দাস, সুসাইরাজও গুরুত্বপূর্ণ ফুটবলার।’’

Advertisement

প্রথম একাদশে নাও থাকতে পারেন দুই উইঙ্গার। এমনটাই ইঙ্গিত দিলেন হাবাস। তিনি বলেন, ‘‘ওরা দীর্ঘদিন খেলার মধ্যে নেই। তাই কতক্ষণ ওদের মাঠে রাখব সেটা ভাবতে হবে। সব দিক বিবেচনা করে প্রথম একাদশ নির্বাচন করতে হবে।’’

শুধু উইং প্লে নয়, নাসাফের রক্ষণে ফাঁক খুঁজে সেখান থেকেই আক্রমণ করতে চান হাবাস। তিনি বলেন, ‘‘আমরা চেষ্টা করব ফাঁক পেলেই আক্রমণে উঠে আসতে। সুযোগ তৈরি করতে যা যা করার সবটাই করতে হবে। ফুটবলাররা নিজেদের ১০০ শতাংশ দিতে তৈরি।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement