কোর্টে আর দেখা যাবে না ডানের দাপট।
২০০৮ সালে বেজিং। তার চার বছর পরে লন্ডনে সোনা জিতেছিলেন তিনি। অলিম্পিক্সে দু’বারের সোনা জয়ী চিনের সেই বিখ্যাত ব্যাডমিন্টন তারকা লিন ডান র্যাকেট তুলে রাখলেন।
কোর্টের ভিতরে ঝড় তোলার মতো শারীরিক সক্ষমতা আর ছিল না তাঁর। চোট আঘাত এমনই থাবা বসিয়েছিল যে, তাঁর শরীরে যন্ত্রণা হত।
ফলে ৩৬ বছর বয়সেই ব্যাডমিন্টন কোর্টকে বিদায় জানালেন লিন ডান। তিনি বলেছেন, ‘‘যে খেলাটা আমি ভালবাসতাম, তাকে আমি সব দিয়েছি। ভাল এবং কঠিন সময়ে আমার সঙ্গে ছিল পরিবার, কোচ, সতীর্থরা।’’ লিন ডান ৬৬৬টি সিঙ্গলস ম্যাচ জিতেছেন। অলিম্পিক্স ছাড়াও বিশ্ব চ্যাম্পিয়নশিপ, এশিয়ান চ্যাম্পিয়নশিপ, বিশ্বকাপের মতো ৯টি মেজর খেতাব জিতেছেন।
আরও পড়ুন: নেতৃত্বে ধোনি, আইপিএলের এই ‘ফিয়ারসম ইলেভেন’ হারিয়ে দেবে যে কোনও দলকেই
ব্যাডমিন্টন কোর্টে লি চং উয়েই ও লিন ডানের প্রতিদ্বন্দ্বিতা ছিল দেখার মতো। দু’নের মধ্যে ৪০ বার সাক্ষাৎ হয়েছে। ডান জিতেছেন ২৮ বার। মালয়েশিয়ার কিংবদন্তি উয়েই গত বছরের জুনে অবসর নেন। এ বার থেমে গেলেন লিন ডানও। কোর্টে ডান ও উয়েই-এর লড়াই কিংবদন্তি হয়েই থেকে যাবে।