Leander Paes

লি-হেশ ভলি চলছে টুইটারে

বৃহস্পতিবার লিয়েন্ডার টুইটারে একটি অভিনব ভিডিয়ো পোস্ট করেছিলেন। যেখানে ফ্রাইং প্যান নিয়ে দেওয়ালে তাঁকে ভলি মারতে দেখা গিয়েছিল।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ১১ এপ্রিল ২০২০ ০৪:৫৪
Share:

যুগলবন্দি।—ফাইল চিত্র।

ভারতীয় টেনিসের সফলতম জুটি তাঁরা। লিয়েন্ডার পেজ এবং মহেশ ভূপতি। একসঙ্গে যাঁরা জিতেছেন তিনটি ডাবলস গ্র্যান্ড স্ল্যাম। করোনাভাইরাসের জন্য সবাই যখন ঘরবন্দি, তখন লিয়েন্ডারকে এক সময়ের সঙ্গী মহেশের প্রশংসা করতে গিয়ে সেই সোনালি সময়ের স্মৃতি রোমন্থন করতে দেখা গেল সোশ্যাল মিডিয়ায়।

Advertisement

বৃহস্পতিবার লিয়েন্ডার টুইটারে একটি অভিনব ভিডিয়ো পোস্ট করেছিলেন। যেখানে ফ্রাইং প্যান নিয়ে দেওয়ালে তাঁকে ভলি মারতে দেখা গিয়েছিল। এই ‘ফ্রাইং প্যান চ্যালেঞ্জ’ লিয়েন্ডার ছুড়ে দিয়েছিলেন সবাইকে। তার উত্তরে কিছুক্ষণ পরেই মহেশও ভিডিয়ো পোস্ট করেছিলেন ফ্রাইং প্যান নিয়ে ভলি মারার। সঙ্গে লিখেছিলেন, ‘‘লিয়েন্ডার এই হল আমার ভিডিয়ো। তোমার মতো না দেখে ভলি মারার চেষ্টা করেছিলাম। কিন্তু তোমার মতো দক্ষতা আমার নেই। তাই একটু ছোট ফ্রাইং প্যান দিয়ে চেষ্টা করেছি, যাতে চ্যালেঞ্জটা ধরে রাখা যায়।’’ এর পরেই লিয়েন্ডার টুইটে জবাব দেন, ‘‘সব সময়েই তোমার দুরন্ত দক্ষতা ছিল। আমার মনে আছে তোমার ভলি আমাদের কয়েকটা গ্র্যান্ড স্ল্যাম এনে দিয়েছে।’’

কয়েক দিন আগে রজার ফেডেরারও একটি ভিডিয়ো পোস্ট করেছিলেন। যেখানে তাঁকে দেওয়ালে র‌্যাকেট দিয়ে ভলি মারতে দেখা গিয়েছিল। তিনি একই রকম ভিডিয়ো পোস্ট করার চ্যালেঞ্জ করেছিলেন তাঁর ভক্ত ও তারকা ব্যক্তিত্বদের, যার মধ্যে ছিলেন ভারত অধিনায়ক বিরাট কোহালি, রাফায়েল নাদাল, নোভাক জোকোভিচেরা।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement