গ্লেন ম্যাকগ্রা।
প্যাট কামিন্সে মুগ্ধ তাঁর দেশের কিংবদন্তি পেসার গ্লেন ম্যাকগ্রা। তাঁর মতোই একটানা শৃঙ্খলার সঙ্গে একই জায়গায় বল করে যেতে পারেন কামিন্স, বলে মনে করছেন ম্যাকগ্রা। একটি ক্রিকেট ওয়েবসাইটে সাক্ষাৎকারে এমনও বলেন যে, তাঁর বায়োপিক হলে মুখ্যচরিত্রে অভিনয় করতে দেখতে চান জিম ক্যারেকে। তাঁকে পাওয়া না-গেলে ব্র্যাড পিট অথবা হিউ জ্যাকম্যানের কাউকে আনা হোক। একই সঙ্গে তিনি উত্তর দেন কাকে বল করা কঠিন, সচিন তেন্ডুলকর নাকি ব্রায়ান লারা, সেই প্রশ্নেরও। ম্যাকগ্রা বেছে নিয়েছেন লারাকেই। তাঁর স্বপ্নের হ্যাটট্রিকের তিন শিকার? ‘‘লারা, সচিন, রাহুল দ্রাবিড়,’’ ক্রিকইনফো-কে সাক্ষাৎকারে বলেছেন ম্যাকগ্রা।
প্রাক্তন অস্ট্রেলীয় ফাস্ট বোলার আরও বলেন, "কামিন্সকে সত্যি আমার ভাল লাগে। নির্দিষ্ট ছন্দ ধরে রেখে বল করে যায়। বর্তমান ক্রিকেটবিশ্বে কামিন্সই সব চেয়ে পরিপূর্ণ পেসার।" যোগ করেন, "এক জায়গায় বল করে যাওয়ার ক্ষমতা সহজে তৈরি হয় না। কামিন্স আগে এ রকম শৃঙ্খলপরায়ণ ছিল না। ও অনেক উন্নতি করেছে।" ম্যাকগ্রাকে প্রশ্ন করা হয়, কাদের সব চেয়ে বেশি অনুশীলন করতে হয়? একজন পেসার না ব্যাটসম্যানকে? ম্যাকগ্রার উত্তর, "পেসারদের অনেক বেশি পরিশ্রম করতে হয়। কোনও তুলনাই চলে না।"
তার পরেই উঠে আসে সেই প্রশ্ন, কাকে আউট করা বেশি কঠিন ছিল? সচিন তেন্ডুলকর না ব্রায়ান লারা ? কিংবদন্তি পেসারের উত্তর, "লারাকে আউট করাই বেশি কঠিন ছিল।’’ তাঁর সঙ্গে সচিন বা লারার দ্বৈরথ ক্রিকেট রূপকথার অঙ্গ হয়ে রয়েছে। এখনও ভক্তরা যা নিয়ে কথা বলেন।
(অভূতপূর্ব পরিস্থিতি। স্বভাবতই আপনি নানান ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। ঘটনার বিবরণ, ছবি, ভিডিয়ো আমাদের ইমেলে পাঠিয়ে দিন, feedback@abpdigital.in ঠিকানায়। কোন এলাকা, কোন দিন, কোন সময়ের ঘটনা তা জানাতে ভুলবেন না। আপনার নাম এবং ফোন নম্বর অবশ্যই দেবেন। আপনার পাঠানো খবরটি বিবেচিত হলে তা প্রকাশ করা হবে আমাদের ওয়েবসাইটে।)