কুলদীপের দিকে তাকিয়ে ভারতের ক্রিকেটভক্তরা। ছবি: এএফপি।
টি টোয়েন্টি সিরিজ জেতার পরে ওয়ানডে সিরিজ জেতার হাতছানি ভারতের সামনে। ক্যারিবিয়ানদের বিরুদ্ধে ওয়ানডে সিরিজে এগিয়ে রয়েছে বিরাট কোহালির ভারত।
আজ, বুধবার ওয়েস্ট ইন্ডিজকে মাটি ধরাতে পারলেই ওয়ানডে সিরিজ জিতে যাবে টিম ইন্ডিয়া। কী হবে, তার উত্তর দেবে সময়। তবে কুইন্স পার্ক ওভালে বল গড়ানোর আগে এক নতুন রেকর্ডের হাতছানি কুলদীপ যাদবের সামনে।
৫৩টি ম্যাচ খেলে ভারতীয় এই চায়নাম্যানের ঝুলিতে রয়েছে ৯৬টি ওয়ানডে উইকেট। একশো উইকেটের মাইলস্টোনে পৌঁছতে আর চারটি উইকেট দরকার কুলদীপের। এ দিন ওয়েস্ট ইন্ডিজের চারটি উইকেট তুলে নিতে পারলেই ভারতীয় বোলার হিসাবে ওয়ানডে ক্রিকেটে দ্রুততম একশো উইকেটের মালিক হবেন এই চায়নাম্যান বোলার। শততম উইকেটের মাইলফলক ছুঁলে কুলদীপ টপকে যাবেন মহম্মদ শামিকে। শামি ৫৬টি ম্যাচ থেকে ১০০ উইকেট পেয়েছিলেন।
আরও পড়ুন: নেই স্টেন, আমলা... এক ঝাঁক তরুণ মুখ নিয়ে ভারত সফরে আসছে দক্ষিণ আফ্রিকা
আরও পড়ুন: ‘তুমি বলিদানের প্রতীক’ কাশ্মীর প্রসঙ্গে এবার মুখ খুললেন শোয়েব আখতার
আইপিএলে নিজের নামের প্রতি সুবিচার করতে পারেননি কুলদীপ। প্রমাদ গুনেছিলেন ভারতের ক্রিকেটভক্তরা। বিশ্বকাপেও যদি কোহালির হাতের তাস ব্যর্থ হন, তা হলে সমস্যায় পড়তে হবে ভারতকেই। সেই সময়ে ক্রিকেট বিশেষজ্ঞরা বলেছিলেন, টি টোয়েন্টি ও ওয়ানডে ফরম্যাটের মধ্যে বিস্তর ফারাক। আইপিএলের খারাপ ফর্ম নিয়ে চিন্তার কোনও কারণ নেই। বিশ্বকাপে নিজের নামের প্রতি সুবিচার করতে পারেননি কুলদীপ। ৬টি ম্যাচ থেকে ৭টি উইকেট নেন তিনি। ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জে নিজেকে মেলে ধরার সুযোগ আবার এসেছে তাঁর সামনে।