kuldeep yadav

টি২০ বিশ্বকাপে ভারতীয় দলে ফিরতে মরিয়া কুলদীপ

তিনি যে ভাল ছন্দে নেই, তা মেনে নিলেও এই সফরেই নিজেকে প্রমাণ করতে চান কুলদীপ।

Advertisement

সংবাদ সংস্থা

কলকাতা শেষ আপডেট: ১৭ জুন ২০২১ ১৮:৩৫
Share:

কুলদীপ যাদব ফাইল চিত্র

ইংল্যান্ডের বিরুদ্ধে ঘরের মাঠে নজর কাড়তে ব্যর্থ হয়েছিলেন। তারপর আইপিএল-এ কলকাতা নাইট রাইডার্সের হয়ে খেলার সুযোগই পাননি কুলদীপ যাদব। তবুও আসন্ন টি২০ বিশ্বকাপে বিরাট কোহলীর দলে জায়গা পাওয়ার ব্যাপারে আত্মবিশ্বাসী বাঁ হাতি স্পিনার। শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলে জায়গা পেয়েছেন তিনি।

Advertisement

তিনি যে ভাল ছন্দে নেই, তা মেনে নিলেও এই সফরেই নিজেকে প্রমাণ করতে চান কুলদীপ। তিনি বলেন, ‘‘হতাশ এমনটা বলব না। তবে সুযোগ না মেলায় দুঃখ পেয়েছি। তবে ক্রিকেট দলগত খেলা। এখানে দলের চাহিদা অনুযায়ী ক্রিকেটারদের সুযোগ দেওয়া হয়। তাই আমি ইতিবাচক রয়েছি। ভাল খেলার সুযোগ খুঁজছি। শ্রীলঙ্কা সফরে দল শক্তিশালী হয়েছে। দলের সকলেই সাহায্য করছে।’’

অক্টোবর মাসে আইপিএল-এর বাকি ম্যাচগুলি সংযুক্ত আরব আমিরশাহিতে অনুষ্ঠিত করবে বিসিসিআই। সেই সময় বিদেশি ক্রিকেটারদের হয়ত পাওয়া যাবে না। সেক্ষেত্রে কেকেআর দলে সুযোগ পেতে পারেন কুলদীপ। তিনি বলেন, ‘‘ভারতীয় দলে জায়গা পেতে হলে ছন্দে থাকা খুব জরুরি। শ্রীলঙ্কা সফরের পর আইপিএল রয়েছে। এই দুই প্রতিযোগিতায় ভাল খেলতে পারলে আশা করি টি২০ বিশ্বকাপে ভারতীয় দলে সুযোগ পাব।’’

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement