কিংস কাপে ভারত তৃতীয়

কিরাসাওয়ের বিরুদ্ধে প্রথম একাদশে যে দল খেলেছিল সেই দলের আট জনকে এ দিন বদলে দিয়েছিলেন ইগর।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৯ জুন ২০১৯ ০৪:৩৮
Share:

ছবি: সংগৃহীত।

ভারতে কোচিং করতে এসে প্রথম জয়ের স্বাদ পেলেন ইগর স্তিমাচ।

Advertisement

কিংস কাপের তৃতীয় স্থান নির্ধারণের ম্যাচে জিতল ভারতীয় ফুটবল দল। রবিবার বুরিরামে প্রতিযোগিতার আয়োজক দেশ তাইল্যান্ডকে ১-০ হারালেন রাহুল ভেকেরা। ম্যাচের ১৭ মিনিটে গোল করেন অবিনাশ থাপা। ভারত আরও বেশি গোলে জিততে পারত। ম্যাচের ফলে খুশি ভারতের নতুন ক্রোয়েশিয়ান কোচ। বলে দিয়েছেন, ‘‘এই ভারতীয় দলের প্রথম একাদশের প্রতিটি পজিশনে ফুটবলারদের মধ্যে লড়াই রয়েছে। তার সুফল পাওয়া যাচ্ছে। দারুণ খেলেছে ছেলেরা। বিশেষ করে রক্ষণ। অভিনন্দন জানানো ছাড়া কিছু বলার নেই।’’

কিরাসাওয়ের বিরুদ্ধে প্রথম একাদশে যে দল খেলেছিল সেই দলের আট জনকে এ দিন বদলে দিয়েছিলেন ইগর। সুনীল ছেত্রী, গুরপ্রীত সিংহ সাঁধুদের মতো তারকাদের নামাননি তিনি। তা সত্ত্বেও আরও বেশি গোলে জিততে পারত ভারত। ফারুক চৌধুরি এবং বলবন্ত সিংহ সহজ সুযোগ নষ্ট করেন। পাঁচ মাস আগে এশিয়ান কাপে এই তাইল্যান্ডকে চার গোল দিয়েছিল ভারত। সেই ম্যাচেও গোল পেয়েছিলেন অবিনাশ। এ দিনও তার গোলেই শেষ পর্যন্ত এসেছে জয়। কিংস কাপ থেকে ফেরার পর এ বার ভারত খেলবে আমদাবাদে চতুর্দেশীয় কাপে। ৭-১৮ জুলাই। সেখানে ইগরকে অবশ্য আরও কঠিন পরীক্ষার মুখে পড়তে হবে। ওই প্রতিযোগিতায় খেলবে সিরিয়া, দক্ষিণ কোরিয়া এবং তাজিকিস্তান।

Advertisement

এবার শুধু খবর পড়া নয়, খবর দেখাও।সাবস্ক্রাইব করুনআমাদেরYouTube Channel - এ।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement