Cricket

সফরে নারাজ ব্র্যাভোরা

দুই ক্রিকেটারের অভিষেক হতে পারে এই সফরে। চেমার হোল্ডার ও নকমুরা বমারকে নিয়ে যাওয়া হচ্ছে ইংল্যান্ড সফরে।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ০৪ জুন ২০২০ ০৫:০৮
Share:

ড্যারেন ব্র্যাভো, কিমো পল ও শিমরন হেটমায়ার।—ছবি সংগৃহীত।

ইংল্যান্ডে তিন ম্যাচের টেস্ট সিরিজের জন্য ১৪ জনের দল ঘোষণা করল ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ। করোনা পরবর্তী পরিস্থিতিতে এই সিরিজ দিয়েই সূচনা হবে আন্তর্জাতিক ক্রিকেটের। কিন্তু সেই সিরিজ খেলতে যেতে চাননি শিমরন হেটমায়ার, কিমো পল ও ড্যারেন ব্র্যাভো। তাঁদের না যাওয়ার কারণ যদিও ব্যাখ্যা করেনি সে দেশের ক্রিকেট বোর্ড।

Advertisement

বুধবার এক বিবৃতিতে ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ বলে, ‘‘হেটমায়ার, কিমো পল ও ব্র্যাভো এই সফরে যেতে চায় না। ওদের সিদ্ধান্তকে সম্মান করে ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ। এই সিদ্ধান্তের প্রভাব আগামী দিনে পড়বে না।’’

দুই ক্রিকেটারের অভিষেক হতে পারে এই সফরে। চেমার হোল্ডার ও নকমুরা বমারকে নিয়ে যাওয়া হচ্ছে ইংল্যান্ড সফরে। অধিনায়ক জেসন হোল্ডার তাঁর দল নিয়ে ৮ জুন চার্টার্ড বিমানে ইংল্যান্ড উড়ে যাবেন।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement