টেস্ট জার্সিতে নাম দেখে খুশি নন লি

প্রসঙ্গত এর আগে অস্ট্রেলিয়ার প্রাক্তন উইকেটকিপার অ্যাডাম গিলক্রিস্টও এই সিদ্ধান্তের কঠোর সমালোচনা করেছিলেন।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

কলকাতা শেষ আপডেট: ০৩ অগস্ট ২০১৯ ০৫:১৫
Share:

জার্সিতে ক্রিকেটারদের নাম লেখাটা অত্যন্ত হাস্যকর। বলছেন লি। ছবি: রয়টার্স।

টেস্টে ক্রিকেটারদের নামাঙ্কিত জার্সি পরে খেলাকে সমর্থন করতে পারছেন না প্রাক্তন অস্ট্রেলীয় তারকা ব্রেট লি। তাঁর দাবি, বিশ্বব্যাপী টেস্ট ক্রিকেটকে জনপ্রিয় করতে আইসিসি-র উদ্যোগ প্রশংসনীয়। তবে জার্সিতে ক্রিকেটারদের নাম লেখাটা অত্যন্ত হাস্যকর।

Advertisement

শুক্রবার লি টুইট করেছেন, ‘‘যে লক্ষ্যই থাকুক না কেন, টেস্ট ম্যাচে ক্রিকেটারেরা নিজের নাম লেখা জার্সি পরে খেলছেন, এটার সঙ্গে সহমত হতে পারছি না।’’ সেখানেই না থেমে তিনি টুইটারে আরও লিখেছেন, ‘‘সার্বিক ভাবে ক্রিকেটকে জনপ্রিয় করতে আইসিসি-র উদ্যোগের সমর্থক আমিও। কিন্তু টেস্ট ম্যাচের জার্সিতে নাম লেখা অত্যন্ত হাস্যকর। আমি মনে করি, এটা ভুল পদক্ষেপ।’’

প্রসঙ্গত এর আগে অস্ট্রেলিয়ার প্রাক্তন উইকেটকিপার অ্যাডাম গিলক্রিস্টও এই সিদ্ধান্তের কঠোর সমালোচনা করেছিলেন। তাঁর টুইট ছিল, ‘‘টেস্টের জার্সিতে নাম লেখার সিদ্ধান্ত আমার কাছে খুবই বিরক্তিকর বলে মনে হয়েছে। সেটা বাদ দিলে অ্যাশেজ সিরিজ এ বার আরও জমজমাট হয়ে উঠুক, এই কামনা করি।’’

Advertisement

পাঁচদিনের ক্রিকেটকে জনপ্রিয় করতে এ বার আইসিসি বিশেষ উদ্যোগ নিয়েছে। শুরু হয়েছে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ। তার অঙ্গ হিসেবে ওয়ান ডে ম্যাচের ধাঁচে এ বার টেস্টেও ক্রিকেটারদের জার্সিতে নাম এবং নম্বর লেখা থাকছে। ১৪২ বছরের পুরনো অ্যাশেজ সিরিজেও এই অভিনবত্ব দেখা যাচ্ছে। তা নিয়ে গিলক্রিস্ট আরও টুইট করেন, ‘‘হতে পারে আমরা হয়তো কিছুটা পুরনো সংস্কারের সমর্থক হয়ে গিয়েছি। সেটাই ভাল। জার্সিতে ক্রিকেটারদের নাম এবং নম্বর ব্যবহার করা সমীচিন বলে মনে করি না।’’

ভারতীয় ক্রিকেটেও এই প্রথমবার এই নতুন অভিজ্ঞতার সাক্ষী হতে চলেছেন বিরাট কোহালিরাও। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধেও আসন্ন টেস্ট সিরিজে নাম এবং নম্বর সংবলিত জার্সি পরবে ভারতীয় দল। যা নিয়ে ভারতীয় ক্রিকেটার আর অশ্বিনের টুইট, ‘‘এ বার কি সোয়েটারেও নম্বর লেখা থাকবে!’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement