Neeraj Chopra

Neeraj Chopra: নিজের রেকর্ড নিজেই ভাঙেন নীরজ, আবার জাতীয় রেকর্ড গড়লেন ভারতের ‘সোনার ছেলে’

৯০ মিটারের লক্ষ্যপূরণ এখনও হয়নি। তাতেও পদক আসছে প্রায় প্রতিটি প্রতিযোগিতায়। বৃহস্পতিবার রুপো জিতলেন তিনি।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

কলকাতা শেষ আপডেট: ০১ জুলাই ২০২২ ০০:২২
Share:

রুপো জিতলেন নীরজ। —ফাইল চিত্র

ফের রেকর্ড গড়লেন নীরজ চোপড়া। ডায়মন্ড লিগে জাতীয় রেকর্ড ভাঙলেন তিনি। পুরনো রেকর্ডটিও তাঁরই ছিল। বৃহস্পতিবার সুইডেনে ডায়মন্ড লিগে ৮৯.৯৪ মিটার দূরে জ্যাভলিন ছুড়ে রেকর্ড গড়লেন নীরজ। অলিম্পিক্সে সোনাজয়ী নীরজ এর আগে ৮৯.৩০ মিটার দূরে জ্যাভলিন ছুড়েছিলেন।

Advertisement

জাতীয় রেকর্ড গড়লেও সোনা জেতা হল না নীরজের। ডায়মন্ড লিগে রুপো নিয়েই সন্তুষ্ট থাকতে হয় তাঁকে। গ্রেনেডার অ্যান্ডরসন পিটারস ৯০.৩১ মিটার দূরে জ্যাভলিন ছুড়ে সোনা জিতে নেন। ব্রোঞ্জ পেয়েছেন জার্মানির জুলিয়ান ওয়েবার। তিনি জ্যাভলিন ছোড়েন ৮৯.০৮ মিটার।

২০১৮ সালের পর প্রথম বার ডায়মন্ড লিগে নেমেছিলেন নীরজ। সে বার জুরিখে চতুর্থ হয়েছিলেন তিনি। বৃহস্পতিবারের আগে মোট সাত বার ডায়মন্ড লিগে অংশ নিলেও পদক ছিল না নীরজের। সেই আক্ষেপ মিটল অলিম্পিক্সে সোনাজয়ীয়ের।

Advertisement

নীরজ জানিয়েছিলেন, তাঁর লক্ষ্য ৯০ মিটার দূরে জ্যাভলিন ছোড়া। বৃহস্পতিবার সেই লক্ষ্যের খুব কাছে পৌঁছেও গিয়েছিলেন। কিন্তু লক্ষ্যপূরণ হল না। যদিও তাড়াহুড়ো করতে রাজি নন নীরজ। ধীরে ধীরে উন্নতি চাইছেন বলেই জানিয়েছেন তিনি।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement