যশপ্রীত বুমরা। —ফাইল চিত্র
ছোটবেলায় ব্যর্থ হলে রেগে যেতেন। পরে সেই রাগই তাঁকে ভারতের অন্যতম সেরা জোরে বোলারে পরিণত করেছে। আইসিসিকে দেওয়া সাক্ষাৎকারে এমনটাই জানালেন যশপ্রীত বুমরা। তিনি বলেন, ‘‘রাগকে পুষে রেখে সঠিক ভাবে ব্যবহার করেই সাফল্য পেয়েছি। ছোটবেলায় রেগে গিয়ে অনেক ভুল করতাম। যা আমায় একেবারেই সাহায্য করেনি।’’
এরপর তিনি আরও বলেন, ‘‘অভিজ্ঞতা বাড়ার সাথে সাথে বুঝতে পেরেছি এই রাগকে কীভাবে বসে আনতে হয়। বাইরে আমি হাসলেও আমার ভেতরে আগুন জ্বলতে থাকে। আমি সবসময় সে আগুন দেখাতে চাই না। এটাই আমায় সাহায্য করেছে সাফল্য পেতে।’’
যশপ্রীত বুমরার বোলিং অ্যাকশন নিয়ে অনেক কথা হয়েছে। ভারতের বোলিং কোচ ভরত অরুণের তত্ত্বাবধানে একেবারেই বদলে গিয়েছেন তিনি। ভরত বলেন, ‘‘ওর অ্যাকশন দেখে অনেক সময়ই সমস্যায় পড়েন ব্যাটসম্যানরা। অনেক পরে ওর বল বোঝা যায়। আর এই অ্যাকশনই ওকে অন্যদের থেকে আলাদা করেছে। সেই কারণে আমি ওর অ্যাকশন বদলে দিতে চাইনি।’’