গোল পেলেন রয় কৃষ্ণ ছবি টুইটার
ম্যাচ শেষ| ফের একবার কেরল ব্লাস্টার্সকে হারিয়ে জয় তুলে নিল এটিকে মোহনবাগান।
৯৬ মিনিট| শেষ মিনিটে সন্দীপের শট অল্পের জন্য বাইরে।
৮৭ মিনিট| গোওওওওওল সন্দীপের ভুল থেকে পেনাল্টি বক্সের মধ্যে বল পান কৃষ্ণ। আলবিনোকে বোকা বানিয়ে গোল করে যান রয়। এগিয়ে গেল এটিকে মোহনবাগান।
৮৬ মিনিট| হাবির শট বাইরে।
৬৫ মিনিট| গোওওওওল মনভীরকে ঠেকাতে গিয়ে পেনাল্টি বক্সের মধ্যে হ্যান্ডবল করে ফেললেন কেরল ডিফেন্ডার। স্পট কিক থেকে গোল করে গেলেন রয় কৃষ্ণ। খেলার ফল ২-২
৫৯ মিনিট| গোওওওওল মনভীরের ছোট্ট টোকা থেকে বল নিয়ে এটিকে মোহনবাগানের হয়ে প্রথম গোল করে গেলেন মার্সেলিনহো। অসাধারণ ফার্স্ট টাচ। তার সঙ্গেই অসাধারণ ফিনিশ।
৫৭ মিনিট| খেলায় ফেরার মরিয়া চেষ্টা করছে এটিকে মোহনবাগান।
৫১ মিনিট| গোওওওওওওল বাঁ দিক থেকে সাহাল আব্দুল সামাদের কর্ণার থেকে রাহুলের হেড ভিড়ের মধ্যে থেকে কোস্টার শট গোলে ঢোকে। ২-০ গোলে এগিয়ে গেল কেরল ব্লাস্টার্স।
৪৬ মিনিট| কিক অফ করে দ্বিতীয়ার্ধ শুরু করল কেরল ব্লাস্টার্স।
হাফ টাইম| গ্যারি হুপারের করা গোলে ১-০ ব্যবধানে এগিয়ে কেরল ব্লাস্টার্স।
৩০ মিনিট| কৃষ্ণর শট বাঁচালেন আলবিনো। অপর দিকে মারের শট বাঁচালেন অরিন্দম। জমে উঠেছে খেলা। গোল শোধ দিতে মরিয়া এটিকে মোহনবাগান। ব্যবধান বাড়াতে চায় কেরল ব্লাস্টার্স।
২৭ মিনিট| প্রবীরের ক্রস থেকে কৃষ্ণর ফ্লিক হেড অল্পের জন্য বাইরে।
২৫ মিনিট| একের পর এক আক্রমণ তুলে আনছে ব্লাস্টার্সরা। প্রতি আক্রমণে সুযোগের খোঁজে এটিকে মোহনবাগান।
২১ মিনিট| জর্ডন মারের শট অল্পের জন্য বাইরে। গোল সংখ্যা বাড়াতে চাইছে কেরল ব্লাস্টার্স।
১৪ মিনিট| গোওওওওল ৩৫ গজ দূর থেকে আসাধারন শটে গোল করলেন গ্যারি হুপার। ১-০ গোলে এগিয়ে গেল কেরল ব্লাস্টার্স।
১১ মিনিট| ডানদিক থেকে উঠে আসা প্রবীরের জোড়াল শট বাঁচালেন আলবিনো গোমস।
১০ মিনিট| আক্রমণ প্রতি আক্রমণে খেলা জমে উঠলেও গোল করতে পারেনি কোনও দলই।
৫ মিনিট| সহজ সুযোগ নষ্ট করল কেরল।
কিক অফ| খেলা শুরু করল এটিকে মোহনবাগান।
কেরল ব্লাস্টার্সের বিরুদ্ধে জয়ে ফিরতে মরিয়া আন্তোনিয়ো লোপেজ হাবাসের এটিকে মোহনবাগান। শুরু থেকেই খেলছেন মার্সেলিনহো। রয় কৃষ্ণর সঙ্গে জুটি বেঁধে। প্রথম থেকে দলে জায়গা পেয়েছেন জয়েস রানে ও শেখ সাহিল। প্রথম থেকেই আক্রমণের ঝাঁজ বাড়াতে ছাইবে সবুজ মেরুন শিবির। কেরলের পাসিং ফুটবলের বিরুদ্ধে দ্রুত গোল তুলে নিতে চাইবে হাবাসের ছেলেরা। প্রথম দলে নেই প্রণয় হালদার ও হাবি হার্নান্দেজ। ৩-৫-২ ছকে দল সাজিয়েছেন হাবাস। কেরল দলে ফিরেছেন রাহুল কেপি।