isl 2021

সোমবার হায়দরাবাদকে হারালেই এএফসি চ্যাম্পিয়ন্স লিগে খেলবেন রয় কৃষ্ণরা

আইএসএলের শুরু থেকে ভাল খেললেও শেষদিকে এসে খোঁড়াতে শুরু করল মুম্বই সিটি এফসি।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ২০ ফেব্রুয়ারি ২০২১ ২২:০২
Share:

রয় কৃষ্ণ। ফাইল ছবি

আইএসএলের শুরু থেকে ভাল খেললেও শেষদিকে এসে খোঁড়াতে শুরু করল মুম্বই সিটি এফসি। শনিবার তারা ০-২ ব্যবধানে হেরে গেল জামশেদপুর এফসি-র কাছে। এই ফলাফলের পরেই হাসি চওড়া হল সবুজ-মেরুন সমর্থকদের মুখে। কারণ, আগামী সোমবার হায়দরাবাদ এফসি-কে হারালেই শীর্ষস্থানে শেষ করবে এটিকে মোহনবাগান। তাহলেই চলে আসবে এএফসি চ্যাম্পিয়ন্স লিগে খেলার ছাড়পত্র।

Advertisement

আইএসএলের নতুন নিয়ম অনুযায়ী প্রতিযোগিতার জয়ী দল নয়, লিগের শীর্ষস্থানে থাকা দলই চ্যাম্পিয়ন্স লিগে খেলার সুযোগ পায়। যে কারণে গতবার তৎকালীন এটিকে লিগ জিতলেও পয়েন্ট তালিকায় শীর্ষে থাকার সুবাদে এ বার চ্যাম্পিয়ন্স লিগে খেলবে এফসি গোয়া।

এদিন জামশেদপুরের দুটি গোলই এসেছে দ্বিতীয়ার্ধে। পরিবর্ত হিসেবে নামা প্রাক্তন মোহনবাগান ফুটবলার বরিস সিংহ থাংজামের গোলে এগিয়ে যায় জামশেদপুর। খেলা শেষ হওয়ার কিছুক্ষণ আগে জামশেদপুরের জয় নিশ্চিত করেন ডেভিড গ্রান্ডে। আপাতত ১৮ ম্যাচে ৩৯ পয়েন্ট এটিকে মোহনবাগানের। সমসংখ্যক ম্যাচে ৩৪ পয়েন্ট মুম্বইয়ের। ফলে পরের ম্যাচ জিতলেই শীর্ষে থাকা নিশ্চিত সবুজ-মেরুনের।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement