Essential oils for psoriasis

ত্বকে র‌্যাশ বা সোরিয়াসিস হলে কি এসেনশিয়াল অয়েল ব্যবহার করা যাবে? কোন কোন তেল কষ্ট কমাবে?

সোরিয়াসিস যদি বেড়ে যায়, তা হলে এর থেকে অন্য রোগও হতে পারে। তাই চর্মরোগকে নিয়ন্ত্রণে রাখতে কেবল ওষুধ খেলেই হবে না, ত্বকের সঠিক পরিচর্যাও প্রয়োজন। এসেনশিয়াল অয়েল কি কার্যকরী হতে পারে?

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ২২ জানুয়ারি ২০২৫ ১৬:৪৪
Share:

কোন কোন তেল ত্বকের জ্বালা, চুলকানি কমাতে পারবে? ছবি: ফ্রিপিক।

সোরিয়াসিস হলেই ভয়ঙ্কর জ্বালা, চুলকানি হয় ত্বকে। লালচে র‌্যাশে ভরে যায় ত্বক, আঁশের মতো চামড়া উঠতে শুরু করে। এটি এক ধরনের ‘ক্রনিক অটোইমিউন স্কিন ডিজ়অর্ডার’, যা খুব তাড়াতাড়ি ত্বকে ছড়িয়ে পড়তে পারে। সোরিয়াসিস ছোঁয়াচে না হলেও, এই ধরনের ত্বকের অসুখ হলে অত্যন্ত সাবধানে থাকতে হয়। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সাবান ও ক্রিম ব্যবহার করতে হয়।সোরিয়াসিস যদি বেড়ে যায়, তা হলে এর থেকে অন্য রোগও হতে পারে। তাই ত্বকের অসুখকে নিয়ন্ত্রণে রাখতে কেবল ওষুধ খেলেই হবে না, ত্বকের সঠিক পরিচর্যাও প্রয়োজন। সোরিয়াসিসে এসেনশিয়াল অয়েল ব্যবহার করা যায় কি না, সে নিয়ে অনেকেই ভাবনাচিন্তা করে থাকেন। আমেরিকার ‘ন্যাশনাল ইনস্টিটিউট অফ আর্থ্রাইটিস অ্যান্ড মাস্কুলোস্কেলিটাল স্কিন ডিজ়িজ়’ জার্নালে এমন কয়েকটি এসেনশিয়াল অয়েলের নাম উল্লেখ করা হয়েছে।

Advertisement

টি ট্রি তেল

ভারতের ‘ফার্মাকোলজি অ্যান্ড ফিজ়িয়োলজি’ জার্নালের তথ্য অনুযায়ী, টি ট্রি অয়েলে আছে ‘টারপিনেন-৪-ওএল’ নামক একটি উপাদান যা প্রদাহ কমাতে পারে। ত্বকে ক্ষত বা সোরিয়াসিসের সংক্রমণ হলে যে জ্বালাযন্ত্রণা হয়, তা কমাতে পারবে টি ট্রি অয়েল। তবে কী পরিমাণে ব্যবহার করতে হবে, তা চর্মরোগ চিকিৎসকের থেকে জেনে নেওয়াই ভাল।

Advertisement

ল্যাভেন্ডার তেল

২০২০-তে ‘জার্নাল অফ এথনোফার্মাকোলজি’-র একটি প্রতিবেদনে বলা হয়েছিল, ল্যাভেন্ডার তেল ত্বকের জ্বালা, চুলকানি, র‌্যাশ দূর করতে পারে। বেশ কিছু সোরিয়াসিস আক্রান্তের ত্বকে এই তেল প্রয়োগ করে ৭৪ শতাংশের ক্ষেত্রে সুফল পাওয়া গিয়েছে বলেও দাবি করা হয়েছে সেই প্রতিবেদনে।

ইউক্যালিপটাস তেল

এই তেল ত্বকের প্রদাহ কমিয়ে, ত্বককে ঠান্ডা ও সতেজ রাখতে পারে। সোরিয়াসিস হলে ত্বক খুব শুষ্ক হয়ে যায়। সব সময়ে জ্বালা করতে থাকে। সেই কষ্ট কমাতে পারবে ইউক্যালিপটাস তেল। এই তেলে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট আছে, যা ত্বকের জন্য উপকারী।

ক্যামোমাইল তেল

ন্যাশনাল লাইব্রেরি অফ মেডিসিন থেকে প্রকাশিত ‘ফার্মাসিউটিকস’ জার্নালে ক্যামোমাইল তেলের কার্যকারিতার কথা বলা হয়েছে। গবেষকদের মতে, এই তেল সোরিয়াসিস নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে। ত্বকের ক্ষত মেরামতেও এর ভূমিকা রয়েছে।

পেপারমিন্ট তেল

যে কোনও ব্যথা, ক্ষত সারাতে কাজে লাগে পেপারমিন্ট তেল। যেখানে জ্বালা বা চুলকানি হচ্ছে, সেই জায়গায় এই তেল মালিশ করলে প্রদাহ কমে যায় চটজলদি। ব্যথার জায়গায় শীতল অনুভূতি এনে দেয় এই তেল।


এই প্রতিবেদন সচেতনতার উদ্দেশ্যে লেখা। সকলের ত্বক এক রকম নয়। তাই র‌্যাশের কারণে চুলকানি হলে বা সোরিয়াসিসের মতো চর্মরোগ হলে, এসেনশিয়াল অয়েল ব্যবহার করবেন কি না, তা চিকিৎসকের থেকে জেনে নেওয়াই ভাল।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement