isl

১০ জনের হায়দরাবাদের বিরুদ্ধে ড্র করে বিরক্ত আন্তোনিয়ো লোপেজ হাবাস

Advertisement

নিজস্ব প্রতিবেদন

গোয়া শেষ আপডেট: ২৩ ফেব্রুয়ারি ২০২১ ১৫:৫২
Share:

ফাইল চিত্র

লিগ টেবিলের শীর্ষে থাকার পরও হায়দরাবাদ এফসির বিরুদ্ধে হারতে হারতে ড্র করতে হওয়ায় একেবারেই খুশি নন এটিকে মোহনবাগান এফসি কোচ আন্তোনিয়ো লোপেজ হাবাস। ১০ জনের হায়দরাবাদের বিরুদ্ধে দুবার পিছিয়ে পড়ে সমতা ফেরায় এটিকে মোহনবাগান। সাংবাদিকদের প্রশ্নের উত্তরে হাবাস বলেন, ‘‘আমি দলের খেলায় একেবারেই খুশি নই। এই ম্যাচে তিন পয়েন্ট নিয়ে শীর্ষস্থান পাকা করা উচিত ছিল। খেলার পাঁচ মিনিটের পর থেকেই ১০ জনে খেলতে থাকে হায়দরাবাদ। আমাদের এখন মুম্বই সিটি এফসির বিরুদ্ধে শেষ ম্যাচ খেলার ভাবনা শুরু করে দিতে হবে।’’

Advertisement

শীর্ষ স্থান ধরে রাখতে মুম্বই সিটি এফসির বিরুদ্ধে অন্তত ড্র করতেই হবে এটিকে মোহনবাগানকে। তবে নিজের দল নিয়ে আত্মবিশ্বাসী হাবাস। তিনি বলেন, ‘‘মুম্বই সিটি এফসিকে ওডিশার বিরুদ্ধে খেলতে হবে। এর মধ্যেই আমাদেরও নিজেদেরকে প্রস্তুত করতে হবে। চোট পাওয়া ফুটবলারদের সারিয়ে তুলতে হবে। সারা মরসুম আমরা অসাধারণ ফুটবল খেলেছি। এবার লিগের শেষ ম্যাচে সব সমস্যা কাটিয়ে লিগ শিল্ড জিততে চাই।’’

এটিকে মোহনবাগানের প্রথম গোলদাতা মনবীর সিংহও হতাশ দলকে জেতাতে না পেরে। তিনি বলেন, ‘‘ অবশ্যই ভাল খেলতে না পারলে হতাশা গ্রাস করে। তবে প্রথম গোলটা আমাদের ভুলেই হয়েছে। আমাদের এই ভুল শুধরে নিতে হবে। আশা করছি পরের ম্যাচে তিন পয়েন্ট নিয়েই মাঠ ছাড়ব আমরা।’’ ড্র করতে হলেও নিজের খেলায় খুশি মনবীর। তিনি বলেন, ‘‘ নিজের খেলায় আমি খুশি। ১০০ শতাংশ দিতে চাই প্রত্যেক ম্যাচে। এটিকে মোহনবাগানে যোগ দিয়ে ভুল করিনি আমি। হাবাস স্যারের ধরন আমার পক্ষে মানানসই।’’ ৫ গোল করে ভারতীয় গোলদাতাদের তালিকায় এখন সুনীল ছেত্রীর পরই রয়েছেন মনবীর।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement