ATK Mohunbagan

প্রীতমের গোলে শেষ মুহূর্তে সমতা ফেরাল এটিকে মোহনবাগান, ফলাফল ২-২

হায়দরাবাদ এফসি-র বিরুদ্ধে জিতে আগামী বছর এফএফসি চ্যাম্পিয়ন্স লিগের ছাড়পত্র অর্জন করতে চায় সবুজ-মেরুন।

Advertisement

নিজস্ব সংবাদদাতা 

কলকাতা শেষ আপডেট: ২২ ফেব্রুয়ারি ২০২১ ১৯:২৭
Share:

প্রীতমের গোলে সমতা ফেরালো এটিকে মোহনবাগান। ছবি - আইএসএল

ম্যাচ শেষ- দুবার পিছিয়ে থেকেও সমতা ফেরাল আন্তোনিও লোপেজ হাবাসের সবুজ-মেরুন। তবে শুরু থেকে দশ জন নিয়েও দুরন্ত ফুটবল খেললো ম্যানুয়েল মারকুয়েজের দল। দুই স্প্যানিশ কোচের দ্বৈরথ এবার অমীমাংসিত ভাবে শেষ হল। প্রথমবার খেলার ফলাফল ছিল ১-১।

Advertisement

৯৩ মিনিট- রুদ্ধশ্বাস লড়াই। একেবারে শেষ মুহূর্তে প্রীতম কোটালের গোলে সমতা ফেরাল সবুজ-মেরুন। ফলাফল ২-২।

লিগ তালিকার বর্তমান অবস্থান।

৮২ মিনিট- তিরির বদলে মাঠে নামলেন প্রণয় হালদার।

Advertisement

৭৮ মিনিট- হাভি হার্নান্দেজের পরিবর্তে মাঠে নামলেন কোমল থাটাল।

৭৫ মিনিট- সন্দেশ মাঠ থেকে উঠতেই লিস্টন কোলাকোর বদলে মাঠে নামা 'সুপার সাব' রোনাল্ড আলবার্গের গোলে ব্যবধান বাড়াল নিজামের শহরের দল।

৭৩ মিনিট- পাঁজরে চোট পাওয়া সন্দেশকে তুলে নিয়ে প্রবীর দাসকে মাঠে নামালেন হাবাস।

৭০ মিনিট- এবার হলুদ কার্ড দেখলেন গোলদাতা আরিদানে সান্তানা। ফলে এফসি গোয়ার বিরুদ্ধে পরবর্তী ম্যাচে নেই এই স্প্যানিশ ফুটবলার।

৬৩ মিনিট- আরিদানে সান্তানার সঙ্গে ধাক্কা লাগার জেরে পাঁজরে চোট পেলেন সন্দেশ ঝিঙ্গন।

৬২ মিনিট- এ বার হলুদ কার্ড দেখলেন শুভাশিস বসু।

৫৭ মিনিট- একক দক্ষতায় গোল করে সমতা ফেরালেন পঞ্জাব তনয় মনবীর সিংহ।

৫৪ মিনিট- লিস্টন কোলাকোকে ফাউল করার জন্য হলুড কার্ড দেখলেন সন্দেশ ঝিঙ্গন।

৪৬ মিনিট- লেনি রড্রিগেজের বদলে মাঠে নামলেন জয়েশ রানে।

দ্বিতীয়ার্ধের খেলা শুরু- প্রথমার্ধে ১০ জন নিয়েও দুরন্ত ফুটবল খেললেন লিস্টন কোলাকো, আরিদানে সান্তানা, জাও ভিক্টর, হোলিচরণ নার্জরিরা। সমতা ফেরানোর লক্ষ্যে এটিকে মোহনবাগান।

৪৫ মিনিট- আরিদানে সান্তানার গোলের সৌজন্যে প্রথমার্ধে ১-০ গোলে এগিয়ে হায়দরাবাদ।

৪২ মিনিট- দুটো দলই প্রতি আক্রমণের ঝড় তুলছে। একাধিক গোলের সুযোগ তৈরি করেছিলেন রয় কৃষ্ণ। তবে এখনও সমতা ফেরাতে পারেনি আন্তোনিও লোপেজ হাবাসের ছেলেরা।

২৯ মিনিট- ব্যবধান বারানোর সুযোগ নষ্ট করলেন অডেই ওনাই ইন্ডিয়া।

২৫ মিনিট- মনবীরের শট বাঁচালেন নিজামের শহরের গোলকিপার লক্ষ্মীকান্ত কাট্টিমণি।

১৪ মিনিট- বিপক্ষের আকাশ মিশ্রকে ফাউল করার জন্য হলুদ কার্ড দেখলেন মনবীর সিংহ।

৮ মিনিট- ১০ জনে পিছিয়ে থেকেও সবুজ-মেরুন রক্ষণের ভুলকে কাজে লাগিয়ে হায়দরাবাদের হয়ে গোল করে দলকে এগিয়ে দিলেন আরিদানে সান্তানা।

৫ মিনিট- ডেভিভ উইলিয়ামসকে ফাউল করার জন্য লাল কার্ড দেখে মাঠের বাইরে চলে গেলেন চিংলেনসানা সিং।

দলে বদলঃ ডার্বি ম্যাচ থেকে এটিকে মোহনবাগানে একটা বদল করেছেন আন্তোনিও লোপেজ হাবাস। মার্সেলিনহোর বদলে খেলছেন হাভি হার্নান্দেজ।

কিক অফঃ গত পাঁচ ম্যাচে জয় পেয়েছে সবুজ-মেরুন। সেই পাঁচ ম্যাচে ১৩ গোল করেছে এটিকে মোহনবাগান।

চিরপ্রতিদ্বন্দ্বী এসসি ইস্টবেঙ্গলের বিরুদ্ধে জোড়া ডার্বি জয় হয়ে গিয়েছে। প্লে-অফ অবশ্য ডার্বি জেতার আগেই নিশ্চিত হয়ে গিয়েছিল। ১৮ ম্যাচে ৩৯ পয়েন্ট নিয়ে লিগ তালিকার শীর্ষে তাঁর এটিকে মোহনবাগান। এবার তিলক ময়দানে হায়দরাবাদ এফসি-র বিরুদ্ধে জিতে আগামী বছর এফএফসি চ্যাম্পিয়ন্স লিগের ছাড়পত্র অর্জন করতে চান স্প্যানিশ কোচ আন্তোনিয়ো লোপেজ হাবাস।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement