পেনাল্টি মারতে চলেছেন লিফন্দ্রে। ছবি-টুইটার থেকে।
পুরনো দলের বিরুদ্ধে নেমেছিলেন সের্জিও লোবেরা। গত বার তিনি এফসি গোয়ার কোচ ছিলেন। এ বার মুম্বই সিটির দায়িত্বে।
প্রথম ম্যাচে নর্থইস্ট ইউনাইটেডের কাছে হেরে গিয়েছিলেন। বুধবার পুরনো দলের বিরুদ্ধে জিতলেন। শেষ লগ্নে পেনাল্টি পায় মুম্বই সিটি। পেনাল্টি থেকে গোল করে মুম্বই সিটি এফসিকে জেতান লিফন্দ্রে।
আগের ম্যাচে আহমেদ জাহু লাল কার্ড দেখে মুম্বই সিটিকে ডুবিয়েছিলেন। ১০ জনের মুম্বই শিবির থেকে ম্যাচ নিয়ে চলে যায় নর্থইস্ট ইউনাইটেড। অন্য দিকে বেঙ্গালুরু এফসি-র বিরুদ্ধে প্রথম ম্যাচে ২ গোলে পিছিয়ে থেকে এফসি গোয়া ২-২ খেলা শেষ করে।
আরও পড়ুন: নেই সৌরভ, রোহিত, তিনি নিজেও! কপিলের বাছাই সেরা ভারতীয় একাদশে বিতর্ক
এ দিন খেলার ৪০ মিনিটে লাল কার্ড দেখে মাঠ ছাড়তে হয় এফসি গোয়ার রিডিমকে। এফসি গোয়ার পেনাল্টি বক্সে মুম্বই আক্রমণ তুলে নিয়ে গেলেও গোল করতে পারেনি। অতিরিক্ত সময়ে লেনি রডরিডেজ বল হাতে লাগালে পেনাল্টি পায় মুম্বই সিটি। গোল করতে ভুল করেননি লিফন্দ্রে।
!