এই ‘ক্যাপ্টেন কুল’কে অনেকেই চেনেন না। —ফাইল চিত্র।
সবাই বলেন, তিনি ‘ক্যাপ্টেন কুল’। সহজে মেজাজ হারান না। কিন্তু ইরফান পাঠান ও গৌতম গম্ভীর এক অন্য মহেন্দ্র সিংহ ধোনির অন্য এক ছবি তুলে ধরেছেন।
এই ধোনি রক্তমাংসের। তিনিও মেজাজ হারান। পাঠান ২০০৬-০৭ মরসুমের একটি ঘটনার উল্লেখ করেছেন।
ওয়ার্ম আপের সময়ে ভুল আউট দেওয়ায় ধোনি ব্যাট ছুড়ে ফেলে দিয়েছিলেন। পাঠান বলছেন, ‘‘ওয়ার্ম আপের সময়ে দুটো দলে ভাগ করে আমাদের খেলা হত। এরকমই একটা ম্যাচে আউট হওয়ার পরে ধোনি রাগে ব্যাট ছুড়ে ফেলে হনহন করে হেঁটে ড্রেসিং রুমে ঢুকে পড়েছিল। ধোনির মনে হয়েছিল, ওকে ভুল আউট দেওয়া হয়েছে।’’
আরও পড়ুন: বোলার তাঁকে ভাল বল করলে গালাগাল করেন বিরাট!
অনেক পরে সাজঘর থেকে বেরিয়েছিলেন ধোনি। পাঠানের মতোই ‘ক্যাপ্টেন কুল’ সম্পর্কে গৌতম গম্ভীর বলছেন, ‘‘অনেকেই বলেছেন, ধোনিকে কখনও রাগতে দেখেননি। আমি দু’ বার ওকে রেগে যেতে দেখেছিলাম। একবার ২০০৭ বিশ্বকাপের সময়ে, আরেক বার অন্য একটা বিশ্বকাপে। আমরা তখন ভাল খেলছিলাম না। ধোনি নিজেকে আর শান্ত রাখতে পারেনি। তবে অন্যান্য ক্যাপ্টেনদের থেকে ও একটু বেশিই ঠান্ডা প্রকৃতির। আমার থেকে যে অনেকটাই শান্ত, তা বলতে পারি।’’