IPL 2022

IPL 2022: টানা তিন ম্যাচ হেরে শ্রেয়সের মাথায় ব্রেবোর্নের অভিশাপ

আইপিএলে ব্রেবোর্ন স্টেডিয়ামে পাঁচ ম্যাচ খেলে পাঁচটিতেই হেরেছে কেকেআর। এ বারের মরসুমে পর পর তিন ম্যাচে এই মাঠেই হেরেছেন শ্রেয়সরা। সেই পরিসংখ্যান বদলাতে চান শ্রেয়স। তাই ম্যাচ হেরে তাঁর মুখে উঠে এল মাঠের প্রসঙ্গ।

 

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ১৯ এপ্রিল ২০২২ ০০:১২
Share:

ভাল খেলেও হা়রলেন শ্রেয়সরা ফাইল চিত্র

অনেক চেষ্টা করেও পারেননি তিনি। সামনে থেকে অধিনায়কের ইনিংস খেলেও হারতে হয়েছে। স্বভাবতই ম্যাচ হেরে হতাশ কলকাতার অধিনায়ক শ্রেয়স আয়ার। তাঁর মুখে উঠে এল ব্রেবোর্ন স্টেডিয়ামের প্রসঙ্গ। এই মাঠে একটিও ম্যাচ জিততে পারেনি কেকেআর। সেই লজ্জার রেকর্ড বজায় থাকল।
ম্যাচ হেরে শ্রেয়স বলেন, ‘‘দুর্ভাগ্যজনক ভাবে ব্রেবোর্নে আমরা কোনও দিন জিততে পারিনি। তবে আশা করছি আগামী দিনে সেটা হবে না। এই মাঠেও ম্যাচ জিততে চাই।’’

Advertisement
আরও পড়ুন:

সেই সঙ্গে কোথায় ম্যাচ হারলেন সে কথাও জানালেন শ্রেয়স। তিনি বলেন, ‘‘আমরা শুরু থেকে ভাল খেলছিলাম। জরুরি রানরেট দেখে রান তুলছিলাম। কিন্তু ফিঞ্চ আউট হওয়ার পরেই রানের গতি কিছুটা কমে গেল। আমি চেষ্টা করেছিলাম শেষ পর্যন্ত টিকে থাকতে। কিন্তু সেটা হল না। এই ধরনের ঘটনা খেলায় হতেই পারে। আশা করছি পরের ম্যাচ জিতব।’’

আইপিএলে ব্রেবোর্ন স্টেডিয়ামে পাঁচ ম্যাচ খেলে পাঁচটিতেই হেরেছে কেকেআর। এ বারের মরসুমে পর পর তিন ম্যাচে এই মাঠেই হেরেছেন শ্রেয়সরা। সেই পরিসংখ্যান বদলাতে চান শ্রেয়স। তাই ম্যাচ হেরে তাঁর মুখে উঠে এল মাঠের প্রসঙ্গ।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement